18th Model question 2024

বেসরবারী শিক্ষক নিবন্ধন ও পত্যয়ন কর্তৃপক্ষ (এসটআরসিএ) ১৮তম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (18th Teacher Registration 2024) । আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য বিডি জবস 202 বিষয় ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের বাংলা ভাসা ও সাহিত্য বিষয়ের উপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১। কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে?

ক) অধীনন্ত

খ) বিবদমান

গ) দৌরাত্ম্য

ঘ) ঘূর্ণায়মান

২। বাংলা ব্যাকরণের কোন অংশে ণ -ত্ব বিধান ও স্ব০ত্ব বিধান মস্পর্কে আলোচনা করা হয়ে?

ক) রূপতত্ত্ব

খ) ধ্বনিতত্ত্ব

গ) বাক্যতত্ত্ব

ঘ) অর্থতত্ত্ব

৩। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

ক) ধ্বনি দূশ্যমান

খ) মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি

গ) ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়

ঘ) অর্থবোধাক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার ধ্বনি

৪। স্বরাস্ত অক্ষরকে কী বলে?

ক) একাক্ষর

খ) মুক্তাক্ষর

গ) বদ্ধাক্ষর

ঘ) যুক্তাক্ষর

৫। বাংলা বর্ণমালায় কোন বর্ণটি নিলীন বর্গ নামে পরিচিত?

ক) আ

খ) ঞ

গ) ঈ

ঘ) অ

৬। যোগরূঢ় শব্দ কোনটি?

ক) মহাযাত্রা

খ) চিকামারা

গ) গবেষণা

ঘ) সন্দেশ

৭। কোন বানানটি সঠিক?

ক) অনআষ্টিক্রিয়া

খ) অন্ত্যেষ্টিক্রিয়া

ঘ) অন্তেষ্টিক্রিয়া

৮। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

ক) ২২টি

খ) ২৩টি

গ) ২৪টি

ঘ) ৩২টি

৯। কোনটি তৎসম শব্দ?

ক) খাজনা

খ) সানাই

গ) কয়লা

ঘ) মানব

১০। সরল শব্দের বিপরীতার্থক নিচের কোনটি?

ক) কুটিল

খ) জটিল

গ) বক্র

ঘ) গরল

১১। Curfew শব্দের পারিভাষিক শব্দ কোনটি?

ক) হরতাল

খ) অবরোধ

গ) সান্ধ্য আইন

ঘ) নিষিদ্ধ

১২। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দুষ্টান্ত কোনটি?

ক) গো+অ=গবাক্ষ

খ) পৌ+অক=পাবক

গ) বি+অঙ্গ=বঙ্গ

ঘ) যতি+ইন্দ্র=যতীন্দ্র

১৩। মূত্তিকা দিয়ে তৈরী কথাটি সংকোচন করলে হবে?

ক) তন্ময়

খ) মন্ময়

গ) মূন্ময়

ঘ) চিন্ময়

১৪। গাভি বিত্তান্ত উপন্যাসটি কার লেখা?

ক) আহমদ শরীফ

খ) আহমত ছফা

গ) হুমায়ুন আজাদ

ঘ) রফিক আজাদ

১৫। সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি?

ক) মহা+অর্ঘ=মহার্ঘ

খ) রবি+ঈন্দ্র= রবীন্দ্র

গ) নে+অন=নয়ন

ঘ) মরু+উদ্যান = মরূদ্যান

১৬। বিকৃত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) বিকার + ইত

খ) বি + কৃত

গ) বি + কৃ +ত

ঘ) বিকৃ + ইত

১৭। গঞ্জনা শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

ক) ঞৃ + জ

খ) ঝৃ +ঞ

গ) ঞৃ + চ

ঘ) চৃ + ঞ

১৮। প্রিয়ংবদা কোন সমাস?

ক) উপপদ তৎ পুরুষ

খ) দ্বিতীয়া তৎ পুরুষ

গ) অলুক তৎ পুরুষ

ঘ) ষষ্ঠী তৎ পুরুষ

১৯। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক) ধোপানী

খ) ননদী

গ) অভাগী

ঘ) সতীন

২০। ভাষা আন্দোলনভিত্তিক আর্তনাদ উপন্যাসটি কার লেখা?

ক) জাহির রায়হান

খ) শওকত ওসমান

গ) সেলিনা হোসেন

ঘ) মুনীর চৌধুরী

উত্তরপত্রঃ

১. ক। ২. খ। ৩. ক। ৪. খ। ৫. ঘ। ৬. ক। ৭.খ। ৮.গ। ৯.ঘ। ১০.ঘ। ১১.গ। ১২.ক। ১৩.গ। ১৪.খ। ১৫.খ। ১৬.গ। ১৭.ক। ১৮.ক। ১৯. ঘ। ২০.খ।

১৮ তম শিক্ষক নিবন্ধন এর পরীক্ষার জন্য আমরা যে বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছি। মডেল টেস্টগুলো আপনাকে সহযোগীতা করতে পারে। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবদা।#bdjobs202.com

By vk2023

9 thoughts on “১৮তম শিক্ষক নিবন্ধন: বিষয় ভিত্তিক মডেল টেস্ট- ০২ । (বাংলা ভাসা ও সাহিত্য) । Subject Based Model Test 02 । 18th Teacher Registration 2024 ।”
  1. what does vpn mean i don’t realize is in fact how you are not actually much more smartly-preferred than you may be right now.
    You’re so intelligent. You realize therefore considerably relating to this subject, produced
    me individually believe it from numerous numerous angles. Its like women and men aren’t fascinated except it is something
    to do with Girl gaga! Your own stuffs nice. Always take care of it up!

  2. Today, I went to the beach with my children. I found a sea
    shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She
    put the shell to her ear and screamed. There was a hermit crab inside and it
    pinched her ear. She never wants to go back! LoL I know this is completely off
    topic but I had to tell someone!

    My web page – vpn deals

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *