18th Model question 2024

বেসরবারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এসটিআরসিএ) ১৮তম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (18th Teacher Registration 2024) । আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য বিডি জবস 202 বিষয় ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের উপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১। কোনটি শুদ্ধ বানান?

ক) নিশীথিনী

খ) নিশিথিনি

গ) নিশীথিনি

ঘ) নিশীথীণী

২। ভাষার মূল উপাদান কী?

ক) শব্দ

খ) ধ্বনি

গ) বাক্য

ঘ) অক্ষর

৩। অপমান শব্দের অপ উপসগটি কোন অর্থে ব্যবহৃত?

ক) বিপরীত

খ) নিকৃষ্ট

গ) বিকৃত

ঘ) অভাব

৪। নিচের কোনটি পর্তুগিজ শব্দ?

ক) চামচ

খ) ছুরি

গ) চাকু

ঘ) আলপিন

৫। স্থায়ী ঠিকানা নেই যার এক কথায় প্রকাশ কোনটি?

ক) বস্তিবাসী

খ) টোকাই

গ) ঠিকানাবিহীন

ঘ) উদ্ধাস্ত্ত

৬। পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে কী বলে?

ক) ব্যঞ্জনচ্যুতি

খ) ধ্বনিবিপর্যয়

গ) অভিশ্রুতি

ঘ) অর্ন্তহতি

৭। স্বভাবতই মূর্ধন্য-ণ হয়েছে কোনটিতে?

ক) কল্যাণ

খ) হরিণ

গ) ব্রাক্ষণ

ঘ) ব্যাকরণ

৮। দশচক্রে ভাগবান ভূত প্রবাদটি কী অর্থ বোঝায়?

ক) একতাই শক্তি একাতে অসম্ভব

খ) দশজনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা

গ) প্রয়োজনে নিকৃষ্ট জিনিসের ব্যবহার

ঘ) দশজনের চক্রান্তে ভগবানকে মিথ্যা প্রমাণ করা

৯। খোদার খাসি বাগধারাটির অর্থ কী?

ক) ভাবনাচিন্তাহীন

খ) গোঁয়ার

গ) নাদুসনুদুস

ঘ) দানব

১০। নিরবধি শব্দটির সটিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) নিঃ + অবধি

খ) নিরব + অবধি

গ) নির + বধি

ঘ) নিরঃ + বধি

১১। Comparative শব্দটির পরিভাষা হলো-

ক) তুলনামূলক

খ) খেসারত

গ) সাম্যবাদ

ঘ) প্রতিযোগীতা

১২। ছোটো ছোটো ডাল কেটে ফেল- এই বাক্যে ছোটো ছোটো কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) সামান্যতা বোঝাতে

খ) তীব্রতা বোঝাতে

গ) পরস্পরতা বোঝাতে

ঘ) আধিক্য বোঝাতে

১৩। পঞ্চনদ কোন সমাসের উদাহরণ?

ক) বহুব্রীতি

খ) অব্যয়ীভাব

গ) দ্বিগু

ঘ) ব্যতিহার বহুব্রীহি

১৪। কৃষ্ণ শব্দের ষ্ণ যুক্ত বর্ণের বিশ্লেষিত রূপ কোনটি?

ক) ষ্ + ঙ

খ) ষ্ + ঞ

গ) ষ্ +ণ

ঘ) ষ্ +ম

১৫। যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কোন বাচ্যের বাক্য বলে?

ক) কর্তৃবাচ্য

খ) কমবাচ্য

গ) ভাববাচ্য

ঘ) কর্মকর্তৃবাচ্য

১৬। যেখানে কমা অপেক্ষা অধিক বিরাম আবশ্যক, সেখানে কোন চিহ্ন ব্যবহার হয়?

ক) সেমিকোলন

খ) ড্যাশ

গ) কোলন

ঘ) দাঁড়ি

১৭। দ্য অরিজিন অ্যান্ড ডেভেল পমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাংগুয়েজ গ্রস্থটি রচনা করেছেন কে?

ক) মুহম্মদ শহীদুল্লাহ্

খ) ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়

গ) হরপ্রসাদ শান্ত্রী

ঘ) স্যার জর্জ প্রিয়ারসন

১৮। কাদন্ধিনী শব্দের অর্থ কোনটি?

ক) কদর্য

খ) কলা

গ) মেঘমালা

ঘ) সুন্দর

১৯। মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর সেপ্টেম্বর তান যশোর রোড কবিতাটি রচনা করেছিলেন?

ক) ওয়াল্ট হুইটম্যান

খ) অ্যালেন গিনসবার্গ

গ) উইনিয়াম কার্লোস উইলিয়াম

ঘ) রবাট ফ্রস্ট

২০। পায়ের আওয়াজ পাওয়া যায়- কার রচনা?

ক) সেলিম আল-দীন

খ) সৈয়দ শামসুল হক

গ) জসীমউদ্দীন

ঘ) মুনীর চৌধুরী

উত্তরপত্রঃ

১. ক। ২. খ। ৩.ক। ৪.ঘ। ৫.ঘ। ৬.ঘ। ৭.ক। ৮.ক। ৯.খ। ১০.ক। ১১. ক। ১২.ঘ। ১৩.গ। ১৪.গ। ১৫.খ। ১৬.ক। ১৭.খ। ১৮.গ। ১৯.খ। ২০.খ।

১৮ তম শিক্ষক নিবন্ধন এর পরীক্ষার জন্য আমরা যে বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছি। মডেল টেস্টগুলো আপনাকে সহযোগীতা করতে পারে। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।#bdjobs202.com

By vk2023

2 thoughts on “১৮তম শিক্ষক নিবন্ধন: বিষয় ভিত্তিক মডেল টেস্ট- ০৫ । (সাধারণ জ্ঞান) । Subject Based Model Test 05 । 18th Teacher Registration 2024 ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *