18th Model question 2024

বেসরবারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এসটিআরসিএ) ১৮তম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (18th Teacher Registration 2024) । আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য বিডি জবস 202 বিষয় ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের বাংলা বিষয়ের উপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১। শব্দসংক্ষেপ ও ক্রমনির্দেশ করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?

ক) কোলন

খ) বিন্দু

গ) বিষ্ময়চিহ্ন

ঘ) ত্রিবিন্দু

২। দৃষ্টিপ্রতিবন্ধীদের বোঝানোর জন্য সৃষ্ট ভাষার নাম কী?

ক) ইশারা ভাষা

খ) পালি ভাষা

খ) ধ্রুপদি ভাষা

ঘ) ব্রেইল ভাষা

৩। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিষ্টাব্দে?

ক) ১৭৪৩

খ) ১৫৫৩

গ) ১৭৭৮

ঘ) ১৯৪৮

৪। উটপাখি কবিতাটির রচয়িতা কে?

ক) বিষ্ণু দে

খ) বুদ্ধদেব বসু

গ) সুধীন্দ্রনাথ দত্ত

ঘ) অমিয় চক্রবর্তী

৫। ‘কুজাটিকা শব্দটিকা সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) কুজৃ + ঝটিকা

খ) কুৎ + ঝটিকা

গ) কুত + ঝটিকা

ঘ) কুজ্ব + ঝটিকা

৬। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণগুটি কী কী?

ক) এ, ঐ

খ) ও, ঔ

গ) ঐ, ঔ

ঘ) ই, ঈ

৭। ‘সমুদ্র’- এর প্রতিশব্দ কোনটি?

ক) পয়োধর

খ) অরবিন্দু

গ) শৈবলিনী

ঘ) পারাবার

৮। ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।’ এখানে কিংবা কোন শ্রেণির অব্যয়?

ক) অনন্বয়ী অব্যয়

খ) অনুকার অব্যয়

গ) সংযোজক অব্যয়

ঘ) বিয়োজক অব্যয়

৯। সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাক্যটি অশুদ্ধ কেন?

ক) আকাক্ষার অভাব

খ) আসত্তির অভাব

গ) যোগ্যতার অভাব

ঘ) উপমার ভুল প্রয়োগ

১০। Acknowledgement শব্দটির পরিভাষা কোনটি?

ক) অনুমোদন

খ) সংশোধন

গ) সংরক্ষণ

ঘ) প্রাপ্তিস্বীকার

১১। জঙ্গম- এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) অরণ্য

খ) পর্বত

গ) স্থাবর

ঘ) ঝরনা

১২। জম্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে।’ পঙ্ক্তিটির রচয়িতা কে?

ক) জসীমউদ্দিন

খ) আহসান হাবীব

গ) সুফিয়া কামাল

ঘ) জীবনানন্দ দাস

১৩। ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা সমকাল- এর সম্পাদক কে ছিলেন?

ক) সিকান্দার আবু জাফর

খ) মোজাম্মেল হক

গ) প্রেমেন্দ্র মিত্র

ঘ) মোহাম্মদ নাসির উদ্দিন

১৪। নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

ক) আজি> আইজ

খ) রিক্সা > রিস্কা

গ) দেশি > দিশি

ঘ) সত্য > সত্যি

১৫। শিশিরের বয়স যথাসময়ে ষোল, কিন্তু সেটা স্বভাবের ষোল। এটি কোন জাতীয় বাক্য?

ক) সরল বাক্য

খ) যৌগিক বাক্য
গ) মৌলিক বাক্য
ঘ) মিশ্র বাক্য

১৬। নিচের কোন শব্দটির শুদ্ধ প্রয়োগ হয়েছে?

ক) জন্মবার্ষিক

খ) জন্মবার্ষিকী

গ) জন্মবার্ষিকি

ঘ) জন্মবার্ষীকি

১৭। গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি?

ক) শবপোড়া

খ) মড়াদাহ

গ) শবদাহ

ঘ) শবমড়া

১৮। যুধিষ্ঠির কোন সমাস?

ক) বহুব্রীহি

খ) উপপদ তৎপুরুষ

গ) কর্মধারয়

ঘ) অব্যয়ীভাব

১৯। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে?

ক) আমি বেশ এক ঘুম ঘুমিয়েছ।

খ) আমি ঘুম থেকে জেগেছি।

গ) আমি বেশ ঘুম দিয়েছি।

ঘ) তোমার ভালো ঘুম হয়েছিল তো?

২০। বাংলা ফরসি ভাষার শব্দযোগে গঠিত শব্দ কোনটি?

ক) পকেটমার

খ) চৌ-হদ্দি

গ) হাট-বাজার

ঘ) কালি-কলম

উত্তরপত্রঃ

১.খ। ২.ঘ। ৩.ক। ৪.গ। ৫.খ। ৬.গ। ৭.ঘ। ৮.ঘ। ৯.ঘ। ১০.ঘ। ১১.গ। ১২.গ। ১৩.ক। ১৪.খ। ১৫.খ। ১৬.ক। ১৭.গ। ১৮.খ। ১৯.ক। ২০. গ।

১৮ তম শিক্ষক নিবন্ধন এর পরীক্ষার জন্য আমরা যে বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছি। মডেল টেস্টগুলো আপনাকে সহযোগীতা করতে পারে। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।#bdjobs202.com

By vk2023

One thought on “১৮তম শিক্ষক নিবন্ধন: বিষয় ভিত্তিক মডেল টেস্ট- ০৯ । (বাংলা) । Subject Based Model Test 09 । 18th Teacher Registration 2024 ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *