18th Model question 2024

বেসরবারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এসটিআরসিএ) ১৮তম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (18th Teacher Registration 2024) । আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য বিডি জবস 202 বিষয় ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের সাধারণ জ্ঞান বিষয়ের উপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১। জাতীয় পেনশন স্কিন (সামাজিক নিরাপত্তার অধিকার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত?

ক) ১৬ (ক)

খ) ১৭ (গ)

গ) ১৯ (৩)

ঘ) ১৫ (ঘ)

২। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?

ক) কাসাবা কোরেসি, হাঙ্গেরি

খ) ডেনিস ফ্রান্সিস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো

গ) আবদুল্লাহ শহীদ মালদ্বীপ

ঘ) অ্যান্টনি ব্লিস্কেন, যুক্তরাষ্ট্র

৩। উপমাহাদেশে ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে কারা?

ক) ফরাসিরা

খ) ইংরেজরা

গ) ওলন্দাজরা

ঘ) পুর্তগিজরা

৪। কমনওয়েলথ- বাংলাদেশ বঙ্গবন্ধু গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৩ লাভ করে কোন সংখ্যা?

ক) ইকো ব্রিকস

খ) প্লানেট গ্রিণ আফ্রিকা

গ) গ্রিনপিস

ঘ) সিএএস

৫। বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি কত মিনিটের ছিল?

ক) ১২ মিনিট

খ) ১৮ মিনিট

গ) ২২ মিনিট

ঘ) ২৫ মিনিট

৬। কালা পাহাড় বলা হয় কোনটিকে?

ক) লালমাই পাহাড়

খ) গারো পাহাড়

গ) জৈয়ন্তিকা পাহাড়

ঘ) চিম্বুক পাহাড়

৭। হালাকুকি হাওর কোথায় অবস্থিত?

ক) কিশোরগঞ্জ

খ) সুনামগঞ্জ

গ) মৌলভীবাজার

ঘ) হবিগঞ্জ

৮। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন কোন প্রতিষ্ঠানে?

ক) বাংলাদেশ চা বোর্ড

খ) বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড

গ) বাংলাদেশ রবার গবেষণা বোর্ড

ঘ) বাংলাদেশ পাট গবেষণা বোর্ড

৯। রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?

ক) প্রথম ৪টি

খ) প্রথম ৬টি

গ) প্রথম ৮টি

ঘ) প্রথম ১০টি

১০। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?

ক) রাষ্ট্রপতি ভবন

খ) বঙ্গভবন

গ) গণভবন

ঘ) উত্তরা গণভবন

১১। জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস কবে পালিত হয়?

ক) ৭ জুলাই

খ) ৫ অক্টেবর

গ) ৬ জুন

ঘ) ১৩ নভেম্বর

১২। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ মতে, বাংলাদেশে থানাপ্রতি গড় সদস্য কত?

ক) ৪.০

খ) ৪.৪

গ) ৪.৩

ঘ) ৪.২

১৩। টিভির রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহৃত হয়?

ক) শব্দোত্তর

খ) ইনফ্ররেড

গ) আলট্রাসনিক

ঘ) রেডিও

১৪। কোন কণা ঈশ্বরকণা নামে পরিচিত?

ক) বোসন

খ) মেসন

গ) হিগস-বোসন

ঘ) লেপটন

১৫। কম্পিউটারের আউটপুট যন্ত্রাংশ কোনটি?

ক) লাইটপেন

খ) প্রজেক্টর

গ) সেন্সর

ঘ) ওয়েবক্যাম

১৬। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের- নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?

ক) স্পেস এক্স

খ) থ্যালাস অ্যালেনিয়া

গ) রকেট ল্যাব

ঘ) ব্লু অরিজিন

১৭। বাংলাদেশে প্রথম ৫জি (ফাইভ জি) মোবাইল ইন্টারনেট সেবা চালু করে কোনটি?

ক) টেলিটক

খ) গ্রামীণফোন

গ) এয়ারটেল

ঘ) বাংলালিংক

১৮। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের কোন জাহাজ হামলার শিকার হয়?

ক) বাংলার সমৃদ্ধি

খ) বাংলার আকবর

গ) বাংলার ঈসা খাঁ

ঘ) রূপসী বাংলা

১৯। কোন যুদ্ধের সঙ্গে ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি জড়িত?

ক) ওয়াটারলু যুদ্ধ

খ) ক্রিমিয়া যুদ্ধ

গ) আফিম যুদ্ধ

ঘ) ফলাশীর যুদ্ধ

২০। বাংলাদেশের সর্ব- উত্তরের উপজেলা কোনটি?

ক) টেকনাফ

খ) বাংলাবান্ধা

গ) শিবগঞ্জ

ঘ) তেঁতুলিয়া

উত্তরপত্রঃ

১. ঘ। ২. খ. ৩. ঘ। ৪. ক। ৫. খ। ৬. ঘ। ৭.গ। ৮.ক। ৯. ক। ১০. খ। ১১. খ। ১২. ক. ১৩. খ। ১৪. গ। ১৫.খ। ১৬.খ। ১৭.ক। ১৮.খ। ১৯.খ। ২০.ঘ।

১৮ তম শিক্ষক নিবন্ধন এর পরীক্ষার জন্য আমরা যে বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছি। মডেল টেস্টগুলো আপনাকে সহযোগীতা করতে পারে। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।#bdjobs202.com

By vk2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *