বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও পযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । Banggobondhu Mujib Rahman Science and Tecnology University Job circular 2024

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও পযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (BSMRSTUP job circular) নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক ইত্তেফাক পত্রিকায় ২১ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ০৪টি ক্যাটাগরীতে সর্বোমোট ১৬ জন নিয়োগ করা হবে। আপনারা যারা ইউনিভার্সিটিতে চাকুরি করতে ইচ্ছুত তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চাকুরি পাওয়া একটি সুবর্ণ সুযোগ। সুতরাং আপনি ইউভার্সিটিতে চাকুরি করতে ইচ্ছুক হবে এই নিয়োগ আবেদন করতে পারেন।

১। পদের নামঃ অধ্যাপক

পদের সংখ্যাঃ ০৪টি

বেতনঃ ৫৬৫০০ টাকা থেকে শুরু

যোগ্যতাঃ

ক) প্রার্থীকে সংশ্লিষ্ট বিভাগে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রিসহ পি-এইচডি ডিগ্রিধারী হতে হবে।

খ) স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ১ম শ্রেণি অথবা, সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৫০ থাকতে হবে।

অভিজ্ঞতাঃ নিচে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন।

২। পদের নামঃ সহযোগী অধ্যাপক

পদের সংখ্যাঃ ৪টি

বেতনঃ ৫০০০০ টাকা থেকে শুরু

যোগ্যতাঃ

ক) প্রার্থীকে সংশ্লিষ্ট বিভাগে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

খ) স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ১ম শ্রেণি অথবা, সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৫০ পতে হবে।

অভিজ্ঞতাঃ নিচে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন

৩। পদের নামঃ সহকারী অধ্যাপক

পদের সংখ্যাঃ ৪টি

বেতনঃ ৩৫০০০ টাকা থেকে শুরু

যোগ্যতাঃ

ক) প্রার্থীকে সংশ্লিষ্ট বিভাগে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

খ) স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ১ম শ্রেণি অথবা সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৫০ পেতে হবে।

অভিজ্ঞতাঃ নিচে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন।

৪। পদের নামঃ প্রভাষক

পদের সংখ্যাঃ ৪টি

বেতনঃ ২২০০০ টাকা থেকে শুরু

যোগ্যতাঃ

ক) প্রার্থীকে সংশ্লিষ্ট বিভাগে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

খ) স্নাকত (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ১ম শ্রেণি অথবা সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৫০ পেতে হবে।

অভিজ্ঞতাঃ নিচে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও পযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। নিচে আপনাদের সুবিধার জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সাথে শেয়ার করছি।

শর্তাবলীঃ

ক) সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রশত শ্রেণি থাকতে হবে।

খ) আবেদনকালে প্রার্থীকে অবশ্যই ডিগ্রিপ্রাপ্ত হতে হবে অর্থাৎ পরীক্ষার ফল প্রকাশ অপেক্ষমান থাকাকালে আবেদন গ্রহণযোগ্য হবে না।

গ) অনলাইন ও সুরশিক্ষণের মাধ্যমে ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদেরকে কোনো বিভাগে শিক্ষক নিয়োগের জণ্য বিবেচনা করা হবে না।

ঘ) বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ বর্তমান যে পদে কর্মরত আছেন শুধুমাত্র ঐ পদের পরবর্তী উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুসরণ করা হবে।

ঙ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের অভিজ্ঞতাকে সক্রিয়া শিক্ষাকাল হিসাবে গণ্য করা হবেকনা।

চ) অধ্যাপক ও সহযোগী অদ্যাপক পদের আবেদন ফি বাবদ ১০০০ টাকা এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের আবেদন ফি বাবাদ ৬০০ টাকা ঢাকা উপাচার্য বঙ্গবন্ধু শেখঝ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর এর নামে জনতা ব্যাংক লিঃ এর যেকোন শাখা হতে ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদতপত্র এবং অন্যান্য কাগজপত্রের সত্যায়িত অনুলিপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র জমা দিতে হবে। সকল পদের জন্য ১০ সেট করে আবেদনপত্র জমা দিতে হবে। খামের উপর সংশ্লিষ্ট পদের নাম উল্লেখ করতে হবে।

ছ) আবেদনপত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর এর ঢাকাস্থ পেষ্ট হাউজে (ফ্ল্যাট নম্বর: বি-৬, ১২৮৬/৩ পূর্ব মনিপুর, কাজীপাড়া (মেট্রোরেল পিলার নম্বর- ২৬৯) মিরপুর ঢাকা- ১২১৬) অফিস চলাকালীন সময়ে (সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত) রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর এর বরাবরে সরাসরি অথবা ডাকযোগে পৌছাতে হবে।

জ) উচ্চ পদে কোনো প্রার্থী পাওয়া না গেলে উচ্চ পদের বিপরীতে নিম্নপদে নিয়োগ দেওয়া হবে।

ঝ) প্রভাষক পদে নিযোগের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান/ মুক্তিযোদ্ধার নাতি-নাতনি, প্রতিবন্ধী, উপজাতি ও তাফসিল সম্প্রদায়ভূক্ত অন্যান্য প্রার্থীদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কোটা সংরক্ষনের বিষয়ে সরাসরি নির্দেশনা অনুসরণ করা হবে।

ঞ) কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করতে হবে।

ট) অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

ঠ) প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/ সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান পত্র/ টেলিফোন/ এসএমএস/ ই-মেইল এর মাধ্যমে জানানো হবে।

ড) কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেখে যে কোন আবদেনপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ এবং নিযোগগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়েঅগ প্রদান করতে কিংবা িইন্টারভউ কার্ড ইস্যূ করতে বাধ্য থাকবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও পযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । Banggobondhu Mujib Rahman Science and Tecnology University Job circular 2024

সূত্রঃ দৈনিক যুগান্তর পত্রিকা ২১ ডিসেম্বর ২০২৩

আবেদন ফরম ডাউনলোড করুনঃ ক্লিক করুন

আবেদন শেষঃ ২৪ জানুয়ারী ২০২৪ ইং তারিখ বিকাল ৪ টায়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও পযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । Banggobondhu Mujib Rahman Science and Tecnology University Job circular 2024 নিয়োগ বিজ্ঞপ্তির সমস্থ তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাকে সাহায্য করবে। এর পরেও আপনার মেনে কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ। #bdjobs202.com

By vk2023

10 thoughts on “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও পযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । Banggobondhu Mujib Rahman Science and Tecnology University Job circular 2024 । (BSMRSTUP job circular 2023)”
  1. I know this if off topic but I’m looking into
    starting my own blog and was wondering what all is needed to get setup?
    I’m assuming having a blog like yours would cost a pretty penny?
    I’m not very web smart so I’m not 100% certain. Any suggestions
    or advice would be greatly appreciated. Cheers

    my page vpn code 2024

  2. I do not know whether it’s just me or if perhaps everyone else encountering issues
    with your website. It appears as if some of the text within your content are running off the screen. Can somebody else please comment and let me know if this is happening to them as
    well? This may be a issue with my internet browser because I’ve had this
    happen previously. Kudos

    my page eharmony special coupon code 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *