18th Model question 2024

বেসরবারী শিক্ষক নিবন্ধন ও পত্যয়ন কর্তৃপক্ষ (এসটআরসিএ) ১৮তম নিবন্ধন পরীক্ষার ভিজ্ঞপ্তি প্রকাশ করেছে (18th Teacher Registration 2024) । আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য বিডি জবস 202 বিষয় ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের সাধারণ জ্ঞান বিষয়ের উপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১। ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরুষ্কার লাভ করেন কে?

ক) ফেরেস্ক ক্রাউস, হাঙ্গেরি

খ) ইয়োন ফসে, নরওয়ে

গ) নার্গিস মোহাম্মদি, ইরান

ঘ) ক্লডিয়া গোল্ডিন, যুক্তরাষ্ট্র

২। সর্বপ্রথম কোন দেশে মাস্কিপক্স ছড়ায়?

ক) কাঙ্গো প্রজাতন্ত্র

খ) যুক্তরাষ্ট

গ) চীন

ঘ) থাইল্যান্ড

৩। অধীনতামূলক মিত্রতা আইন প্রবর্তন করেন কে?

ক) লর্ড ডালহৌসি

খ) লর্ড কর্নওয়ালিশ

গ) লর্ড ওয়েলেসলি

ঘ) লর্ড উইলিয়াম বেন্টিস্ক

৪। বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা বইটির নামকরণ করেন কে?

ক) শেখ মুজিবুর রহমান

খ) শেখ হাসিনা

গ) শেখ রেহানা

ঘ) শেখ ফজিলাতুন্নেছা

৫। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমাননব্দরের তৃতীয় টার্মিনালের নকশাকার কে?

ক) জেহা হাদিদ

খ) রোহানি বাহারিন

গ) তাসহিলা মওলান

ঘ) মেরিনা তাবাসসুম

৬) কোন বিদেশি সাংবাদিক ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?

ক) এলেন গিনেসবার্গ

খ) ডব্লিউ িএস ও ডারল্যান্ড

গ) জর্জ হ্যারিসন

ঘ) সাইমন ড্রিং

৭। জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে পালিত হয়ে?

ক) ১২ জানুয়ারী

খ) ২২ অক্টোবর

গ) ২৩ সেপ্টেম্বর

ঘ) ২৪ ফেব্রুয়ারী

৮। গণপ্রকাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে কোন ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবেন না। এ কথাটি বর্ণিত আছে?

ক) ২২ (১)

খ) ২০ (২)

গ) ২৩ (১)

ঘ) ২৪ (২)

৯। কোন রেখার কারণে বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে?

ক) নিরক্ষরেখা

খ) বিষুবরেখা

গ) মকরক্রান্তি

ঘ) কর্ফটক্রান্তি

১০। ১৯৭৩ সালে অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে আওয়ারী লীগ ৩০০টি আসনের মধ্যে কয়টি আসল লাভ করে?

ক) ২৯৩টি

খ) ২৯৫

গ) ২৯৭

ঘ) ২৯৮

১১। বাংলাদেশ থেকে রপ্তানকৃত জাহাজ স্টেলা মেরিস এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?

ক) খুলনা শিপইয়ার্ড

খ) কর্ণফুলী শিপইয়ার্ড

গ) টি.কে শিপয়ার্ড

ঘ) আনন্দ শিপইয়ার্ড

১২। পানিতে আংশিক ডুবানো লাঠি বাকা দেখা যায় কেন?

ক) আলোর প্রতিসরণের জন্য

খ) অভিলম্বের জন্য

গ) আলোর প্রতিফলনের জন্য

ঘ) আপতনের জন্য

১৩। টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত?

ক) সুনামগঞ্জ

খ) মৌলভীবাজার

গ) হবিগঞ্জ

ঘ) মুন্সীগঞ্জ

১৪। Geopolitics তাত্বের প্রবক্তা কে?

ক) অটোভন বিষমার্ক

খ) রুডলফ জিলান

গ) ধমাস অ্যাডামস

ঘ) মিখাইল গর্ভাচেভ

১৫। Wi-Fi এর জনক কে?

ক) রিচার্ড ফাইনম্যান

খ) ডগলাস এঞ্জেলবাট

গ) কেভিন সিস্ট্রোম

ঘ) ভিক্টর ভেক হেরেস

১৬। বাদামে কোনটি পাওয়া যায়?

ক) গ্লুকোজ

খ) শ্বেতসার

গ) হ সেলুলোজ

ঘ) ফ্রুকটোজ

১৭। নিম্নবর্ণিত কোনটির সাথে 3R (Reduce, Reuse, Recycle) সম্পর্কযুক্ত?

ক) শিল্প বর্জ্য অপসারণ

খ) কারখানার বিষাক্তক গ্যাস হ্রাস

গ) নদী দুষণ হ্রাস

ঘ) যানবাহনের বিষাক্ত গ্যাস হ্রাস

১৮। GPRS এর পূর্ণরূপ কি?

ক) Global Protect Radiation Servce

খ) General Packet Radio Service

গ) Global Package Remission

ঘ) General Preference Radio System

১৯। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের ভলে পূর্ববঙ্গ ও আসামের গভর্নয় নিযুক্ত হন কে?

ক) ব্যামফিল্ড ফুলার

খ) ওয়ারেন হেস্টিংস

গ) ফ্রেডরিক বারোজ

ঘ) সাইরিল র‌্যাডক্লিফ

২০। Global Terrorlsm Index 2023 অনুসারে বিশ্বে সর্বাপেক্ষা ঝুকিপূর্ণ রাষ্ট কোনটি?

ক) আফগানিস্তান

খ) ফ্রান্স

গ) ইরাক

ঘ) রাশিয়া

উত্তরপত্রঃ

১. গ। ২.ক। ৩. গ। ৪.গ। ৫.খ। ৬.ঘ। ৭.খ। ৮.খ। ৯.ঘ। ১০.ক। ১১.ঘ। ১২. ক. ১৩.ক। ১৪.খ। ১৫.ঘ। ১৬.গ। ১৭.ক। ১৮.খ। ১৯.ক। ২০.ক।

১৮ তম শিক্ষক নিবন্ধন এর পরীক্ষার জন্য আমরা যে বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছি। মডেল টেস্টগুলো আপনাকে সহযোগীতা করতে পারে। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবদা।#bdjobs202.com

By vk2023

9 thoughts on “১৮তম শিক্ষক নিবন্ধন: বিষয় ভিত্তিক মডেল টেস্ট- ০১ । (সাধারণ জ্ঞান) । Subject Based Model Test 01 । 18th Teacher Registration 2024 ।”
  1. Thank you for the auspicious writeup. It in fact used to be a leisure
    account it. Look complex to more introduced agreeable from you!

    By the way, how can we communicate?

    Feel free to surf to my webpage; vpn meaning

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *