dos Job Circular 2024

dos Job Circular 2024 অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে ৩টি ক্যাটাগরীতে সর্বোমোট ১৭ জন নিয়োগ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ‍আপনারা যারা dos অফিসে চাকুরি করতে আগ্রহী আছেন তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকুরি পাওয়ার একটি সুবর্ণ সুযোগ হতে পারে। সুতরাং আপনি যদি dos অফিসে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অনলাইনে আবেদন করতে পারেন।

নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এর পদের নাম, পদের সংখ্যা ও বেতন স্কেল

১। পদের নামঃঅফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদের সংখ্যাঃ ৩জন(অস্থায়ী)

গ্রেডঃ১৬তম

বয়সসীমাঃ অনুর্ধ্ব ৩০বৎসর,তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য

শিক্ষাগত যোগ্যতাঃ

(ক)কোন স্কীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ

(খ)কম্পিউটার ব্যবহারে দক্ষতা

(গ)কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২০ শব্দ(প্রতি মিনিটে)ইংরেজিতে ২০ টি শব্দ

২।পদের নামঃ ডাটা কন্ট্রোল অপারেটর

পদের সংখ্যাঃ১জন(অস্থায়ী)

গ্রেডঃ১৬তম

বয়সসীমাঃ

অনুর্ধ্ব ৩০ বৎসর

শিক্ষাগত যোগ্যতাঃ

কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

৩। পদের নামঃ অফিস সহায়ক

পদের সংখ্যাঃ১৩জন(অস্থায়ী)

গ্রেডঃ২০তম

বয়সসীমাঃ

অনুর্ধ্ব ৩০ বৎসর

শিক্ষাগত যোগ্যতাঃ

কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ।

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট

আবেদন লিংকঃ ক্লিক করুন

আবেদন শেষঃ ২৮ মে ২০২৪ ইং তারিখ

নিয়োগ সংক্রান্ত শর্তাবলি-

১।চাকুরীর জন্য আবেদন ফরম নৌপরিবহন অধিপ্তরের ওয়েব সাইটে(www.dos.gov.bd) প্রদত্ত ‘অভ্যন্তরীন ই-সেবাসমূহ”নিয়োগ বিজ্ঞপ্তি” লিংকের মাধ্যমে অনলাইন ফরম পূরণ ও দাখিল করতে হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ-২৯-০৪-২০২৪খ্রিঃ এবং শেষ তারিখ-২৮-০৫-২০২৪খ্রিঃ।

২।সাধারন প্রার্থীদের ক্ষেত্রে ২৮-০৫-২০২৪ খ্রিঃ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

৩।মুক্তিযুদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কণ্যা এবং শারীরীক প্রতিবন্ধকতার ক্ষেত্রে উক্ত তারিখ অনুসারে বয়সসীমা বেশি হতে পারে।

প্রয়োজনীয় কাগজ সমূহ-

১।আবেদনের সাথে প্রার্থীদের সদ্য তোলা রঙ্গিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড,৩০০×৩০০ পিক্সেল,১০০কিলো বাইট এর মধ্যে) ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিল কতৃক প্রদত্ত নাগরিকত্ব ও ১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ।

২।মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা /বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা(প্রযোজ্য স্ক্যান সমূহ সংযুক্ত করতে হবে)

৩।অনলাইনে আবেদনপত্র যাথাযথ ভাবে পূরণ করতে হবে,

নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে,আবেদন পত্রে প্রদত্ত করে আবেদন দাখিল করার পর আবেদনকারীর ছবি ও স্বাক্ষর সম্বলিত আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে প্রদান মেন্যু থেকে প্রয়োজনীয়তা সকল তথ্য দিয়ে অনলাইন পেমেন্ট পদ্ধতি (নগদ,বিকাশ,রকেট,অন্যান্য ব্যাংক কার্ড) জমা দিতে হবে।

আবেদনকারী চাইলে আবেদন দাখিলের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে একই মেন্যু হতে প্রয়োজনীয় জমা দিতে পারবে।

আবেদনের জন্য গ্রেড ১৩ হতে ১৬ পর্যন্ত ২০০/- টাকা এবং গ্রেড ১৭-২০ পর্যন্ত ১০০/- আবেদন সম্পন্ন করলেও ফিনজমা না দেওয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না।

৪।প্রবেশ পত্র প্রাপ্তীর বিষয়টি ক্ষুদে বার্তায় (এসএমএস)ক্ষুদে বার্তা বার্তায় (এসএমএস)প্রদত্ত লিংক নৌ-পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dos.gov.bd)।

৫।নিয়োগের ক্ষেত্রে কতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।

বি.দ্র্যঃঅনলাইন আবেদনকালে কোন সমস্যা হলে মোবাইল ফোন নং-01810001190এ অফিস চলাকালীন সময়ে যোগাযেগবকরতে পারে।

নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024 | dos Job Circular 2024 | এফ ১২/সি-১,আাগারগাও,শেরে বাংলা নগর,ঢাকা-১২০৭ | dos.gov.bd | নতুন চাকরির খবর ২০২৪

By vk2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *