ASA Ngo New Job Circular 2024

আশা এনজিওতে আবাও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (ASA Ngo New Job Circular)। এ নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক ইত্তেফাক পত্রিকায় ২৮ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ১ ক্যাটাগরীতে ১ জন নিয়োগ করা হবে। আপনি যদি এনজিও চাকুরি খুজে থাকেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি চাকুরি পাওয়ার একটি সুবর্ণ সুযোগ হতে পারে। সুতরাং আপনি যদি এনজিওতে চাকুরি করতে ইচ্ছুক এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন

১। পদের নামঃ মেডিকেল অফিসার (কাম-লেকচারার)

পদের সংখ্যাঃ ১টি

বেতনঃ ৫৫০০০ হাজার টাকা।

বয়সঃ ৩৫ বছর (৩১/২/২০২৩ ইং তারিখ থেকে হিসাব করে)

যোগ্যতাঃ উল্লেখিত পদের ক্ষেত্রে শিক্ষগত যোগ্যতা এমবিবিএস পাশ হতে হবে। সংশ্লিষ্ট পদে ক্লিনিক বা হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। হালনাগাদ বিএসডিসি রেজিষ্ট্রেশন থাকতে হবে।

শর্তাবলীঃ

ক) ১ বছর শিক্ষণবিশকাল। শিক্ষনবিশকাল শেষে নিয়মিত বেতন কাঠামোভূক্ত করাসহ পিএফ ও সার্ভিস রেবিফিট সুবিধা, বাৎসারিক ইনক্রিমেন্ট, বাৎসারিক উৎসব ভাতা, নববর্ষ ভাতা, এমপ্লয়ীক্ত গ্রুপ বেনিফিট ফান্ড ইত্যাদি সংস্থার বিধান মোতাবেক প্রযোজ্য হবে।

খ) কর্মস্থলঃ আশা নরপতি সাস্থ্য কেন্দ্র নোমান নগর, দক্ষিণ নরপতি, চুনারুষাট, হবিগঞ্জ। কর্মস্থল সংস্থার বিজস্ ব্যবস্থাপনায় অল্প খরচে আবাসনের ব্যবস্থা আছে।

গ) আবেদনের পদ্ধতিঃ উক্ত পদের জন্য একজন নারী ডাক্তার নেয়া হবে। অগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি ও ৫ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকেট লাগানো ফেরত খামের উপর বর্তমান নিজ ঠিকানা লিখে প্রেসিডেন্ট, আশা বরাবর আগামী ০৮ জানুয়ারী ২০২৪ ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে। তবে সাক্ষাৎকারের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি আনাতে হবে। নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১০ হাজার টাকা জামানত (ফেরৎযোগ্য) হিসেবে জমা দিতে হবে যার বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয়ী হিসাবে লভ্যাংশের হারে সংস্থা ত্যাগকলে লভ্যাংশ দেয়া হবে।খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

বিঃদ্রঃ শুধুমাত্র সরকার কর্তৃক অনুমোদিত/ স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টটিউট (ক্যাম্পস/ কোর্স/ প্রেগ্রামসহ) থেকে অর্জিত ডিগ্রিধারী আবেদনকারী বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হবে। (কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার জন্য ডাকা হবে)

সূত্রঃ দৈনিক ইত্তেফাক পত্রিকা

জীবন বৃত্তান্ত ডাউনলোড করুন

আবেদন শেষঃ ০৮ জানুয়ারী

আপনাদে হাজার ও প্রশ্নে উত্তর জানতে সরসরি নিয়োগ কমিটির সাথে যোগাযোগ করুন। নিচে আমরা নিয়োগ কর্তার তথ্য শেয়ার করছি।

ফোনঃ 58155627

ফ্যাক্সঃ 880-248122576

ই-মেইলঃ asa@asabd.org

ঠিকানাঃ আশা টাওয়ার- ২৩/৩, বীর উত্তম এএনএম নুরুজ্জামান সড়ক, শ্যামলী, ঢাকা ১২০৭।

আশা এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা আপনার সুবিধার জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করছি।

আশা এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সমস্থ্য তথ্য আপনার সাথে শেয়ার করার চেষ্ঠা করেছি। আশা করছি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাকে সহযোগীতা করবে। এর পরেও কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ। #bdjobs202.com

By vk2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *