Bangladesh Bank Jobs Notice 2024

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অন্তর্ভুক্ত রূপালী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। (Bangladesh Bank Jobs Notice 2024)

 

 

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট  হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় 12 মার্চ। শুরু হবে। পরীক্ষা চলবে 14 মার্চ পর্যন্ত।

 

 

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে প্রধান ভবনের চতুর্থ তলা মতিঝিল ঢাকায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনও ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।

 

পরীক্ষার জন্য যে সব কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে বা জমা দিতে হবে।

 

  •  পরিচালক বি এস সি এস ও সদস্য সচিব ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা বরাবর প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত নিজ হাতে লিখিত আবেদন করতে হবে।
  • সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ছবির পেছনে প্রার্থীর নাম ও রোল নম্বর লিখতে হবে।
  • পরীক্ষার প্রবেশপত্র।
  • ওই সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ক্রমানুসারে সাজিয়ে এসএসসি অথবা সমান সনদ এইচ এস সি অথবা সমান সনদ চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান সনদ স্নাতকোত্তর সনদ ও নম্বরপত্র।

By vk2023

2 thoughts on “রূপালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। Bangladesh Bank Jobs Notice 2024”
  1. Great post. I was checking continuously this blog and I’m inspired!
    Extremely helpful information specially the
    last part 🙂 I care for such info much. I was looking
    for this certain information for a very long time. Thanks and best of luck.

    my blog post – webpage

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *