KSI Textile Job Circular

কেএসআই গার্মেন্টস ফ্যাক্টরীতে নিয়োগ বিজ্ঞপ্তিটি (KSI Textile Job Circular 2024) দৈনিক পূর্বকোণ পত্রিকায় ২৮ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে ১০টি ক্যাটাগরীতে একাধীক পদে নিয়োগ করা হবে। যারা গার্মেন্টস চাকুরি করতে চান তাদের জন্য গার্মেন্টস চাকুরি পাওয়ার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি একটি সুবর্ণ সুযোগ। সুতরাং আপানি গার্মেন্টেসে চাকুরি করতে ইচ্ছুক হলে এই নিয়োগে আবেদন করতে পারেন।

১। পদের নামঃ ফ্যাক্টরী ম্যানেজার/ ডেপুরি ফ্যাক্টরী ম্যানেজার

পদের সংখ্যাঃ একাধীক

বেতনঃ আলোচনা সাপেক্ষে

যোগ্যতাঃ

স্নাতক/ স্নাতকোত্তর। প্রার্থীকে অবশ্যই যে কোন পোশাক শিল্প কারখানায় ওভেন/ নীট পোশাক প্রোডাকশনে কমপক্ষে ১০-১৫ বৎসরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

২। পদের নামঃ ফ্যাক্টরী ম্যানেজার/ ডেপুটি ফ্যাক্টরী ম্যানেজার

পদের সংখ্যাঃ একাধীক

বেতনঃ আলোচনা সাপেক্ষে

যোগ্যতাঃ

স্নাতক/ স্নাতকোত্তর। প্রার্থীকে অবশ্যই যে কোন পোশাক শিল্প কারখানায় ওভেন/ নীট পোশাক প্রোডাকশনে কমপক্ষে ১০-১৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

৩। পদের নামঃ প্রোডাকশন ম্যাজোর/ ডেপুটি ম্যানেজার

পদের সংখ্যাঃ একাধীক

বেতনঃ আলোচনা সাপেক্ষে

যোগ্যতাঃ

স্নাতক/ স্নাতকোত্তর। প্রার্থীকে অবশ্যই যে কোন পোশাক শিল্প কারখানায় ওভেন/ নীট পোশাক প্রোডাকশনে কমপক্ষে ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

৪। পদের নামঃ ম্যানেজার/ ডেপুরি ম্যানেজার (কেই.এ)

পদের সংখ্যাঃ একাধীক

বেতনঃ আলোচনা সাপেক্ষে

যোগ্যতাঃ

স্নাতক/ স্নাতকোত্তর। প্রার্থীকে অবশ্যই যে কোন পোশাক শিল্প কারখানায় ওভেন/ নীট পোশাক কউ.এ কমপক্ষে ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

৫। পদের নামঃ টেনিশিয়ার (সুইং)

পদের সংখ্যাঃ একাধীক

বেতনঃ আলোচনা সাপেক্ষে

যোগ্যতাঃ

এসএসসি/ এইচএসসি। প্রার্থীকে অবশ্যই যে কোন পোশাক শিল্প কারকানায় ওভেন/ নীট পোশাক প্রেডাকশনে কমপক্ষে ৮-১০ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তবে দক্ষ এবং যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাত যোগ্যতা ও অভিজ্ঞতা শিথিলযোগ্য।

৬। পদের নামঃ সুপারভাইজার (কোয়ালিটি)

পদের সংখ্যাঃ একাধীক

বেতনঃ আলোচনা সাপেক্ষে

যোগ্যতাঃ

এসএসসি/ এইচএসসি। প্রার্থীকে অবশ্যই যে কোন পোশাক শিল্প কারখানায় সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তবে দক্ষ এবং যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষগত যোগ্যতা ও অভিজ্ঞতা সময়কাল শিথিলযোগ্য।

৭। পদের নামঃ সুপারভাইজার (মেইনটেন্যান্স)

পদের সংখ্যাঃ একাধীক

বেতনঃ আলোচনা সাপেক্ষে

যোগ্যতাঃ

এসএসসি/ এইচএসসি। প্রার্থীকে অবশ্যই যে কোন পাশাক শিল্প কারখানায় সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের কাজের বাস্ত অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তবে দক্ষ এবং যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সময়কাল শিথিলযোগ্য।

৮। পদের নামঃ মেকানিক (সুইং মেশিন)

পদের সংখ্যাঃ একাধীক

বেতনঃ আলোচনা সাপেক্ষে

যোগ্যতাঃ

এসএসসি/ এইচএসসি। প্রার্থীকে অবশ্যই যে কোন পোশাক শিল্প কারখানায় নীট/ ওভেন মেশিন মেইটেন্যান্স এ কমপক্ষে ৩-৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে দক্ষ্য এবং যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সমপকাল শিথিলযোগ্য।

৯। পদের নামঃ স্যাম্পল মেকার

পদের সংখ্যাঃ একাধীক

বেতনঃ আলোচনা সাপেক্ষে

যোগ্যতাঃ

এসএসসি। প্রার্থীকে অবশ্যই যে কোন পোশাক কারখানায় সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ ব্ছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে দক্ষ এবং যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা শিথিলযোগ্য

১০। পদের নামঃ সুইং অপারেটর

পদের সংখ্যাঃ একাধীক

বেতনঃ আলোচনা সাপেক্ষে

যোগ্যতাঃ

প্রার্থীকে অবশ্যই যে কোন পোশাক শিল্প কারখানায় সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২-২৪ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য বিয়স সমূহঃ

আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্র, বায়োডাটা, ২ কপি ছবি, বয়স প্রমাণের সনদদ, জাতীয়তা সনদ, শিক্ষাগত ও অভিজ্ঞতার প্রমাণপত্রসহ KSI গার্মেন্টের্স এর এইচ আর ডিপার্টমেন্টে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

অফিসের ঠিকানাঃ রোরিয়ান ইপিজেড, কর্ণফূলী, চট্রগ্রাম।

কেএসাআই গার্মেন্টেসের নিয়োগ বিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা আপনার সুবিধার জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করছি।

সূত্রঃ দৈনিক পূবকোণ পত্রিকা

জীবন বৃত্তান্ত ডাউনলোড করুন: ক্লিক করুন

আবেদন শেষঃ —————-

কেএসআই গার্মেন্টেস এর নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে আপনাকে সহযোগতা করার চেষ্ঠা করেছি। আশা করছি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাকে সহযোগীতা করবে। এর পরেও কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ। #bdjobs202

By vk2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *