Navy Civilian Job CircularNavy Civilian Job Circular

নৌপরিবার শিশু নিকেতন ঢাকায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে প্রকাশে তথ্য । Bangladesh Air navy Civilian Job Circular Published Information

নৌপরিবার শিশু নিকেতনের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে বাংলাদেশ প্রতিদিন পরিত্রকায় ১৫ ডিসেম্বর ২০২৩ইং তারিখে। যারা নৌবাহিনীর সিভিলিয়ন চাকুরি করতে চান তাদের এই নিয়োগটি সেরা হবে। সুতরাং আপনি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করতে চাই এই নিয়োগে আবেদন করতে পারেন।

 

নৌপরিবারের শিশু নিকেতনের নিয়োগে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল জেনে নেই।

১। পদের নামঃ জুনিয়র শিক্ষক (ইংরেজী)

পদের সংখ্যাঃ (০২)

বেতনঃ ১২০০০ টাকা

বয়সঃ সর্বোচ্চঃ ৩০ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি। সকল পরীক্ষার ন্যুনতম দ্বিতীয় বিভাগ/ সমতুল্য সিডিপিএ। বিএড ডিগ্রী/ অভিজ্ঞদের অগ্রধিকার দেওয়া হবে।  

 

২। পদের নামঃ জুনিয়ন শিক্ষক (গণিত)

পদের সংখ্যাঃ ০১

বেতনঃ ১২০০০

বয়স সর্বোচ্চঃ ৩০ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ সমতুল্য সিজিপিএ। বিএড অভিজ্ঞদের অগ্রধিকার দেওয়া হবে।

 

৩। পদের নামঃ জুনিয়ন শিক্ষক (সাংস্কৃতি)

পদের সংখ্যাঃ  ০১

বেতনঃ ১২০০০

বয়স সর্বোচ্চঃ ৩০ বছর

শিক্ষগত যোগ্যতাঃ ক. সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ সমতুল্য সিজিপিএ। খ. নৃত্য প্রশিক্ষণ দক্ষতা আবশ্যক (সনদ প্রাপ্ত) সঙ্গীত, আবৃত্তি ও উপস্থাপনায় দক্ষ প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে।

 

নৌপরিবার শিশু নিকেতন নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা ও আবেদনের পদ্ধতি।

নৌপরিবার শিশু নিকেতন নিয়োগ বিজ্ঞপ্তিতে দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে অনলাইনে আবেদন করার সুযোগ নেই। এজন্য আপনাকে প্রথমে সাদা কাগজে স্বহস্তে আবেদন লিখতে হবে। আমাদের ওয়েবসাইটে ফ্রী ফরম পেজ থেকে আপনারা আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। সেখানে আবেদন ফরম সাজানো আছে। আবেদন ফরম ডাউনলোড ও সাজনো হয়ে আপনাকে তার সাথে যে কাগজপত্রগুলো সংযুক্ত করতে হবে। ১। জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ) ২। দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ৩। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদপত্র ৪। জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন ৫। নাগরিকত্ব সনদ ৬। আবেদন ফি জমা দেওয়ার রশিদ।

নৌপরিবার শিশু নিকেতনে আবেদন ফি জামা দেওয়ার নিয়ম ও ঠিকানা

নৌপরিবারের এই নিয়োগে আবেদন ফি ৩০০/- টাকা এই টাকাটি আপনারা ব্যাংকের মাধ্যমে NAU PARIBAR SHISHU NIKETON DHAKA FUND ট্রাস্ট ব্যাংক লিঃ কাফরুল শাখা, মিরপুর-১৪ এর অনুকূলে জমা দিতে পারবেন। মনে রাখবের এটি অফেরৎযোগ্য

 

নৌপরিবার শিশু নিকেতন নিয়োগে আবেদন পাঠানোর ঠিকানা ও সময়সীমা

ঠিকানাঃ চেয়ারম্যান, বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা (নোঙ্গর ভবন), নাবিক আবাসিক এলাকা, মিরপুর-১৪, ঢাকা- ১২০৬ ঠিকানায় পাঠাতে হবে।

শেষ সময়ঃ ৩০ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ

 

অফিসের তথ্য

ফোনঃ 01769-702836

ইমেইলঃ bnfwadhaka@gmail.com

 

 আশা করছি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাকে সাহায্য করবে। আপনাদের মনে আরও কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ

By vk2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *