NPCBL Job Circular 2024

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ( NPCBL Job Circular 2024) এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে ৮ ক্যাটাগরীতে ১৪ জন নিয়োগ করা হবে। যারা সরকারি চাকুরি পেতে চান তদের জন্য এই সরকারি চাকুরি পাওয়ার একটি সুবর্ণ সুযোগ। সুতরাং আপনি সরকারি চাকুরি করতে চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন।

NPCBL Job Circular 2024

১। পদের নামঃ হেড অপ সিকি উরিটি এন্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ম্যানেজমেন্ট

পদের সংখ্যাঃ ১টি

বেতনঃ ১,০৯, ২০০ টাকা

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার ও বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতক (৪ বছর) / স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোন বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতাঃ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় গ্রেড- ৬ পদে নূন্যতম ২ বছরসহ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছর চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে।

পদ ভিত্তিক অতিরিক্ত যোগ্যতা দেখতে নিচে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।

২। পদের নামঃ হেড অফ সিকি উরিটি পাস ইউনিট

পদের সংখ্যাঃ ১

বেতনঃ ৮৪০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতক (৪ বছর) / স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোন বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতাঃ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইন র্শঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ৭ বছর চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে।

পদ ভিত্তিক অতিরিক্ত যোগ্যতা দেখতে নিচে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।

৩। পদের নামঃ এনপিপি স্টেশন সিকি উরিটি এন্ড ফিজিক্যাল প্রেটেকশন শিফট সুপারভাইজার

পদের সংখ্যাঃ ৭টি

বেতনঃ ৮৪০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতক (৪ বছর) / স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোন বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতাঃ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইন র্শঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ৭ বছর চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে।

পদ ভিত্তিক অতিরিক্ত যোগ্যতা দেখতে নিচে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।

৪। পদের নামঃ হেড অপ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল প্রোটেকশন শিফট সুপারভাইজার

পদের সংখ্যাঃ ১টি

বেতনঃ ১,০৯, ২০০ টাকা

শিক্ষাগত যোগ্যতাঃ

শর্তাবলীঃ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে সিকি উরিটি স্টাডিজ বিষয়ে স্নাতক (৪ বছর) / স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যালয় এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল/ ইলেক্ট্রনিক এন্ড কমি উনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতাঃ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় গ্রে ৬ পদে ন্যূনতম ২ বছরসহ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছর চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে।

পদ ভিত্তিক অতিরিক্ত যোগ্যতা দেখতে নিচে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।

৫। পদের নামঃ হেড ফা ফিজিক্যাল প্রোটেকশন ডিউটি ডিপার্টমেন্ট

বেতনঃ ১,০৯, ২০০ টাকা

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে সিকি উরিটি স্টাডিজ বিষয়ে স্নাতক (৪ বছর) / স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যালয় এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল/ ইলেক্ট্রনিক এন্ড কমি উনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতাঃ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় গ্রে ৬ পদে ন্যূনতম ২ বছরসহ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছর চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে।

পদ ভিত্তিক অতিরিক্ত যোগ্যতা দেখতে নিচে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।

৭। পদের নামঃ ডেপুটি হেজ অপ ফিজিক্যাল প্রোটেকশন ডিউটি

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে সিকি উরিটি স্টাডিজ বিষয়ে স্নাতক (৪ বছর) / স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যালয় এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল/ ইলেক্ট্রনিক এন্ড কমি উনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতাঃ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ৭ বছর চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে।

পদ ভিত্তিক অতিরিক্ত যোগ্যতা দেখতে নিচে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।

৭। হেড অফ ইনফরমেশন ন্ড এনালাইটিক্যাল গ্রুপ

পদের সংখ্যাঃ ১টি

বেতনঃ ৮৪০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার ও বিশ্ববিদ্যালয় শঞ্জুরি কমিশন কর্তৃক স্বাীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতাঃ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংগ্রহ ও বিশ্লেষণ এবং Theat Assessment সংশ্লিষ্ট কাজে সংশ্লিষ্টতাসহ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ৭ বছর চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে।

পদ ভিত্তিক অতিরিক্ত যোগ্যতা দেখতে নিচে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।

৮। পদের নামঃ ভেহিকেল ইন্সপেক্টর

পদের সংখ্যাঃ ১টি

বেতনঃ ৫২৮০০ টাকা

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি বা সমমান পাশ হতে হবে।

অভিজ্ঞতাঃ ড্রাইভিং লাইসেন্স সহ সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃংখলা রক্ষাকারী সংস্থায় দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিম্নতম চার বছর চাকরির অভিজ্ঞতা। হেভি ড্রাইভিং লাইসেন্স ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

NPCBL Job Circular 2024 Conditions

অতিরিক্ত সাধারণ যোগ্যতাঃ

  • কোন কেপিআই বা অনুরূপ ক্রিটিক্যাল সরকারি অথবা স্বায়ত্বশাসিত অথবা অনুরুপ ফ্যাসিলিটি স্থাপনায় নিরাপত্তার ব্যবস্থাপনা কাজের অভিজ্ঞতা।
  • প্রতিকূল পরিস্থিতিতে অথবা প্রতিকূল পরিবেশে কিংবা চাপযুক্ত পরিস্থিতিতে সুষ্ঠু ভাবে নিরাপত্তা সংক্রান্ত কার্যাদি পরিচালনা ও ব্যবস্থাপনা বা নিরাপত্তা অথবা আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা।
  • নেতৃত্ব প্রদানের ক্ষমতা।
  • অ্যাপ্লিকেশনে বিশেষভাবে এমএস ওয়ার্ড এক্সেল ও এমএস পাওয়ারপয়েন্ট এবং ইউনিকোড টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
  • ও লিখিত উভয় ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভাষার উৎকৃষ্ট যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
  • নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জাতীয় অথবা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত কোনো প্রশংসাপত্র অথবা সনদ থাকতে হবে।

আবশ্যকীয় অন্যান্য যোগ্যতাঃ

  • প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ অথবা সিজিপিএ 5.00 এর মধ্যে 3.00 অথবা 4.00 এর মধ্যে 2.50 থাকতে হবে। তবে সনাতন ফলাফল পদ্ধতিতে পদ্ধতির অধীনে প্রতিটি পাবলিক পরীক্ষায়। দ্বিতীয় শ্রেণী অথবা বিভাগ প্রাপ্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
  • কাজের প্রকৃতি কেবল পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
  • শারীরিক যোগ্যতাঃ মাপ নিম্নতম উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং নিম্নতম বুকের মাপ- স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি স্বাস নিয়ে 33 ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত ন্যূনতম পরিমাপের হতে হবে।
  • আবেদনের শেষ তারিখ এ সর্বোচ্চ বয়সসীমা গ্রেট পাঁচ ও গ্রেট ছয় এর ক্ষেত্রে 50 বছর এবং নয় গ্রেট এর ক্ষেত্রে 54 বছর পর্যন্ত সুযোগ থাকবে।

বেতন, সুযোগ-সুবিধা ও অন্যান্য শর্তাবলীঃ

  • প্রথম এক বছর প্রবেশন কাল হিসেবে গণ্য হবে। তবে তা প্রফেশন কালীন প্রশিক্ষণের ফলাফল এবং। পারফরম্যান্সের ভিত্তিতে দুই বছর পর্যন্ত বর্ধিত হতে পারে প্রবেশন কাল সফলভাবে সমাপ্তিতে এন পি সি বি এল এর চাকরির নিয়মিতকরণ অথবা নিশ্চিতকরণ করা হবে।
  • কর্মস্থল হবে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এবং এন পি সি বি এল কর্তৃক নির্ধারিত যে কোনো স্থানে।
  • প্রদর্শনকালে র উপর টেবিলে বর্ধিত হারে মাসিক মূল বেতন ও বিধি মোতাবেক উৎসব ভাতা এবং প্রকল্প সাইটে কর্মকালীন মূল বেতনের 40% হাড়ে প্রকল্প ভাতা প্রদান করা হবে।
  • এন পি সি বি এল এর চাকরি নিয়মিতকরণের অথবা নিশ্চিতকরণ এরপর উপরের টেবিলে বর্ণিত মূল বেতন ও পারিবারিক আবাসন সুবিধা অথবা পারিবারিক আবাসন সুবিধা না দিতে পারলে মূল বেতনের 40% থেকে 60% হারে বাড়ি ভাড়া ভাতা এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের 40% হারে প্রকল্প ভাতা বা বিদ্যুৎ কেন্দ্রে। ভাতা অর্জিত ছুটি নগরায়ন যৌথবীমা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সহ অন্যান্য প্রান্তিক সুবিধাদি। এন পি সি বি এল এর বিধিমালা অথবা নীতিমালা অনুসারে প্রধান করা হবে।

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট

আবেদন করুন: ক্লিক করুন

৬ জুন ২০২৪ ইং তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং শেষ হবে ৩০ জুন ২০২৪ ইং তারিখ রাত ১১:৫৯ মিনিটে।

NPCBL Job Circular 2024 PDF Download

নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড লিংখঃ ক্লিক করুন

এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে নির্ভূলভাবে আবেদন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য ক্লিক করুন।

Fire Station এর জন্যজিনবল নিয়োগ বিজ্ঞপ্তি- ১ এর বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করা চেষ্ঠা করেছি আশা করছি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাকে সাহায্য করবে। এর পরে কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ। bdjobs202.com

By vk2023

16 thoughts on “NPCBL Job Circular 2024 । Fire Station এর জন্যজিনবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । How to apply NPCBL Job Circular 2024 । Best govt job circular 2024”
  1. Hmm it seems like your blog ate my first comment (it was extremely long) so
    I guess I’ll just sum it up what I wrote and say, I’m thoroughly enjoying
    your blog. I too am an aspiring blog writer but I’m still new to
    the whole thing. Do you have any points for inexperienced
    blog writers? I’d definitely appreciate it.

    Feel free to visit my web-site; vpn special coupon code (vpnspecialcouponcode.wordpress.com)

  2. Hey this what is a vpn kind of of off topic but I
    was wondering if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML.
    I’m starting a blog soon but have no coding experience
    so I wanted to get guidance from someone with experience.
    Any help would be greatly appreciated!

  3. Thanks for any other great article. Where else
    could anybody get that type of information in such an ideal method of writing?

    I have a presentation subsequent week, and I’m
    at the look for such information.

    Feel free to visit my homepage: what does vpn do

  4. Have you ever considered about including a little bit more than just your articles?

    I mean, what you say is valuable and everything. However just imagine if you added some great graphics or
    videos to give your posts more, “pop”! Your content is excellent but with images and videos, this site could definitely be one of
    the very best in its niche. Wonderful blog!

    Here is my web-site :: nordvpn special coupon code

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *