nirca Job Circular 2024nirca Job Circular 2024

৯৬ হাজার + পদে এনটিআরসিএ এর ৫তম গণবিজ্ঞপ্তি 2024 সালে আবাও প্রকাশিত হয়েছে NTRCA Job Circular 2024)। এই নিয়ে বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এনটিআরসিএর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দুইটি ক্যাটাগরীতে ৯৬৭৩৬ জন নিয়োগ করা হবে। তারা এনটিআর কর্তৃক আয়োজিত শিক্ষক নিবন্ধন ধারী রয়েছেন। তাঁদের জন্য এই বিজ্ঞপ্তিটি একটি সরকারি শিক্ষক পদে চাকরি পাওয়ার একটি সুবর্ণ সুযোগ হতে পারে। আপনি যদি শিক্ষক পদে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্কুল কলেজ মাদরাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সংশ্লিষ্ট পদে নিবন্ধন ধারী প্রার্থীদের। নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে ই অ্যাপলিকেশন আহবান করা যাচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠানের ধরনঃ স্কুল ও কলেজ

পদের ধরনঃ এমপিও

৪৩, ২৮৬ জন।

যোগ্যতা ও বেতন জানতে নিচে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।

শিক্ষা প্রতিষ্ঠানের ধরনঃ মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরী প্রতিষ্ঠান

পদের ধরণঃ এমপিও

পদের সংখ্যাঃ ৫৩, ৪৫০ জন

যোগ্যতা ও বেতন জানতে নিচে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।

৯৬, ৭৩৬টি শূন্য পদের পদ ভিত্তিক তালিকা এনটআরসিএ এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট httpp://ngi.teletalk.com.bd এ ১৭/ 04/ 2024 খ্রি. তারিখে বেলা ১২ টায় প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে।

আবেদনকারীর যোগ্যতা অথবা শর্তাবলীঃ

  1. সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন ধারী হতে হবে।
  2. এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2000 ছয় সংশোধিত 2015 এর বিধি 10 এক মোতাবেক বৈধ সনদধারী হতে হবে।
  3. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। যোগ্যতার বিবরণ দেখার জন্য এনটিআর সিএএ এর ওয়েবসাইটের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে ক্লিক করতে হবে।
  4. শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদনুযায়ী নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  5. প্রদানকারীর বয়স প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 35 বছর বা তার কম হতে হবে।
  6. প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল অথবা কলেজ একটি মাত্র আবেদন করতে পারবে। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তাঁর আবেদনে সর্বোচ্চ 40 টি শিক্ষা প্রতিষ্ঠানের। 34। দিতে পারবে উক্ত চয়েস প্রদানের পর কোনও প্রার্থী যদি তাঁর চয়েস বহির্ভূত দেশের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে কি অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার্স অপশন নামক বক্সে ইয়াস কি করে রাখতে হবে। যদি না হন তবে না ক্লিক করতে হবে।
  7. আবেদনে বর্ণিত 34 এর প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। যদি কোনও প্রার্থী তাঁর চয়েস অনুযায়ী কোনও শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আধার অপশনে গিয়ে ক্লিক করেন তবে সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনে নিমিত্ত ফলাফল প্রসেস করা হবে।
  8. প্রতিষ্ঠান চয়েজ প্রদানের ক্ষেত্রে প্রার্থীকে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো। যেসকল প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষা শিক্ষার্থীর নেই৷ সে সকল প্রতিষ্ঠানে এমপিও পরবর্তীতে বা ভবিষ্যতে বাতিল হতে পারে। বিদায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যে কোনও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে। শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই৷ সে সকল পদে পরবর্তীতে বা ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবেনা।
  9. কোন প্রার্থী যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ে পদে আবেদন করেন তবে প্রথমে তাঁকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে বিবেচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে বিবেচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না।
  10. সকল আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত ₹1000 ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
  11. প্রদানের তারিখ ও সময়১৯ ইভলিউশন পূরণ ও ফি জমা প্রধান শুরুর তারিখ ও সময় 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখ বারোটায়।
  12. কী অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ ও সময়১৯ নয় মে 2024 খ্রিস্টাব্দ তারিখ রাত 12:00 টায় উক্ত তারিখ রাত 12:00 টায়। শুধুমাত্র অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 24 ঘণ্টার মধ্যে অর্থাৎ 10 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ রাত 12:00 পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।
  13. অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে। এন জি আই ড টেলিটককম ডট বিডি ওয়েবসাইটে এবং এনটিআরসিএর ওয়েবসাইট ডাউনলোড এনটিআরসিএগভ ডট বিডি ওয়েবসাইটে। স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। আবেদন ফি দেওয়ার নিয়ম এর বিষয় ভিডিও টিউটোরিয়াল নমুনা ডিম ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে এন জি আই ড টেলিটককম ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে।
  14. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর স্মারক নাম্বার 370000000734401719। 19 তারিখ 25 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ মূল্যে জারিকৃত। পরিপত্রের সাত নং অনুচ্ছেদ মোতাবেক কর্মরত শিক্ষকদের এমপিও ভুক্ত অথবা ইনডেক্সধারী সম পদে আবেদন করার সুযোগ নেই। তবে স্কুল পর্যায়ে যদি কোনো নিবন্ধন ধারী এমপিওভুক্ত অথবা। ইনডেক্সধারী প্রাপ্ত প্রার্থীর কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি কলেজ পর্যায়ে এমপিওভুক্ত না হন তবে তাঁর শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত কলেজ পর্যায়ে। পদে। ও ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। বিপরীত ক্রমে কলেজ পর্যায়ে নিবন্ধন সনদধারী এমপিওভুক্ত প্রার্থীর যদি ইস্কুল পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ে এমপিওভুক্ত না হন তবে তার নিবন্ধন সনদে উল্লেখিত স্কুল পর্যায়ে সনদ ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। তবে আবেদনকৃত প্রতিষ্ঠানে নির্বাচিত হলে পূর্বের প্রতিষ্ঠানের সুপারিশ বাতিল বলে গণ্য হবে।
  15. এমপিওভুক্ত প্রার্থীর একটি পর্যায়ে স্কুল অথবা কলেজ একাধিক শিক্ষক নিবন্ধন সনদ থাকলে উক্ত প্রার্থী একই পর্যায়ে আবেদন করতে পারবেন।
  16. যদি কোনও প্রার্থী কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত এমপিওভুক্ত অথবা ইনডেক্সধারী হওয়ার সত্ত্বেও তথ্য গোপন করে আবেদন করে নির্বাচিত হন তবে তাঁর নির্বাচন বাতিল করা হবে এবং তার বিদ্যমান এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
  17. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 এর 122 অনুচ্ছেদ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 20182312020 পর্যন্ত সংশোধিত এর 12 খ অনুচ্ছেদ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 ভোকেশনাল ব্যবসায়। ব্যবস্থাপনা বিকম কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা 1312020 পর্যন্ত সংশোধিত এর 233 অনুচ্ছেদ কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন অথবা বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় কর্তৃক নীতিমালা প্রণয়নের ব্যবস্থা রাখা হয়েছে।
  18. মহিলার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকারি শিক্ষক শারীরিক শিক্ষা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে পুরুষ প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নির্বাচিত হলে তাঁর নির্বাচন বাতিল করা হবে।
  19. সহকারি শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকুরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে। মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে নির্বাচন বাতিল করা হবে।
  20. ভীষণ ফর্ম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামে বানান সহ অন্যান্য তথ্যাদি। নিবন্ধন সনদে বর্ণিত তথ্যের অনুরূপ হতে হবে। নামের বানান নিবন্ধন সনদের অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিং বিভ্রাট ঘটবে যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে।
  21. যে সকল পদের বিপরীতে ফিমেল কোটা প্রদর্শিত হবে সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করবেন। অবশিষ্ট সকল পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
  22. আবেদন ফরম পূরণের সময় প্রার্থী তাঁর নিজস্ব মোবাইল নম্বর এবং সচল ই মেল। নম্বর ব্যবহার করবেন কারণ ফর্মে উল্লেখিত ইমেইল নম্বরে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে।
  23. নিয়োগ আবেদন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। ফরম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা আর কোনও ভাবেই সংশোধন করার সুযোগ থাকবে না।
  24. সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর এনটিআরসিএর পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি এস এম এস প্রেরণ করা হবে। এছাড়া আবেদনকারীকে স্ব উদ্যোগে দাখিলকৃত অ্যাপ্লিকেশন কপির একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।
  25. আবেদনসমূহ শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক 15 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত পরিপত্র বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2000 ছয় সংশোধিত 2015/10 এক বিধি এবং সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করে সমন্বিত জাতীয় মেধা তালিকা হতে মেধার ভিত্তিতে এবং মহিলা কোটার প্রযোজ্য ক্ষেত্রে অনুসরণ করে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে নির্বাচিত প্রার্থীর প্যাক নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই এর জন্য পুলিশ ভেরিফিকেশন করা হবে। পুলিশ ভেরিফিকেশনের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্তভাবে বাছাই করে নিয়োগের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বরাবর সুপারিশ পত্র প্রেরণ করা হবে। নির্বাচিত প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানকে এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।
  26. নিয়োগ সুপারিশ এ বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানের ব্যর্থ হয় তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত অথবা বাতিল করণ এবং ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডি বাতিল করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
  27. প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত শূন্যপদ সমূহের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়ার ভুল চাহিদা জনিত কারণে নিয়োগ সুপারিশে কোনও জটিলতার জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না।
  28. মামলা অথবা আইনগত কোনও জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তি কোন পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না।
  29. এই গণবিজ্ঞপ্তির যে কোনও শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিআরসিএ। যে কোনও সময় সংযোজন বিয়োজন পরিবর্তন এবং স্থগিত করার অধিকার সংরক্ষণ করে।

এনটি আরসিএ এর নিয়োগ বিজ্ঞপ্তি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে৷ আমরা আপনাদের সুবিধার জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি সংযুক্ত করতেছি।

৯৬ হাজার পদে । ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । NTRCA Job Circular 2024 । 5th Job Circular 2024 । Big Bd Govt Job Circular 2024 । How to apply nirca Job Circular 2024 ।  এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
৯৬ হাজার পদে । ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । NTRCA Job Circular 2024 । 5th Job Circular 2024 । Big Bd Govt Job Circular 2024 । How to apply nirca Job Circular 2024 ।  এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
৯৬ হাজার পদে । ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । NTRCA Job Circular 2024 । 5th Job Circular 2024 । Big Bd Govt Job Circular 2024 । How to apply nirca Job Circular 2024 ।  এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট

আবেদন লিংকঃ ক্লিক করুন

আবেদন শেষঃ 09/ 05/ 2024

নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুনঃ ক্লিক হেয়ার

আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুনঃ

৫ম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । NTRCA Job Circular 2024 । 5th Job Circular 2024 । Best Bd Govt Job Circular 2024 । How to apply nirca Job Circular 2024
৫ম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । NTRCA Job Circular 2024 । 5th Job Circular 2024 । Best Bd Govt Job Circular 2024 । How to apply nirca Job Circular 2024
৫ম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । NTRCA Job Circular 2024 । 5th Job Circular 2024 । Best Bd Govt Job Circular 2024 । How to apply nirca Job Circular 2024
৫ম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । NTRCA Job Circular 2024 । 5th Job Circular 2024 । Best Bd Govt Job Circular 2024 । How to apply nirca Job Circular 2024
৫ম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । NTRCA Job Circular 2024 । 5th Job Circular 2024 । Best Bd Govt Job Circular 2024 । How to apply nirca Job Circular 2024

৫ম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । NTRCA Job Circular 2024 । 5th Job Circular 2024 । Best Bd Govt Job Circular 2024 । How to apply nirca Job Circular 2024

এনটিআরসিএ এর এর পঞ্চম গণবিজ্ঞপ্তির সমস্ত তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আশা করছি আমাদের দেওয়া সকল তথ্য আপনাকে সহযোগিতা করবে। এরপরেও আপনার মনে এই সার্কুলার নিয়ে কোনও প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। মনে রাখবেন আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর আমরা খুব গুরুত্বের সাথে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। #bdjobs202.com

By vk2023

9 thoughts on “৯৬ হাজার পদে । ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । NTRCA Job Circular 2024 । 5th Job Circular 2024 । Best Bd Govt Job Circular 2024 । How to apply nirca Job Circular 2024”
  1. May I just say what a comfort to uncover someone
    who really knows what they’re discussing online. You certainly realize how to bring
    a problem to light and make it important. More and more
    people really need to check this out and understand this side of the story.
    I was surprised that you are not more popular because you definitely possess the gift.

    Also visit my website; vpn 2024

  2. Wow, incredible weblog format! How long have you been running a blog for?

    you make blogging glance easy. The overall look of your web site is magnificent, let
    alone the content material! You can see similar here e-commerce

  3. Wow, amazing blog layout! How lengthy have you ever been blogging for?
    you make blogging look easy. The total glance of your web site is wonderful, as well as the content material!
    You can see similar here dobry sklep

  4. Great post. I was checking continuously this blog and I’m inspired!

    Extremely helpful info specifically the closing part 🙂 I handle such
    information much. I used to be seeking this
    certain information for a very lengthy time. Thanks and good luck.

    my page vpn coupon ucecf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *