18th Model question 2024

বেসরবারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এসটিআরসিএ) ১৮তম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (18th Teacher Registration 2024) । আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য বিডি জবস 202 বিষয় ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের উপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১। কোন বানানটি শুদ্ধ?

ক. তদানুসারে

খ. তদনুসারে

গ. তদণুসারে

ঘ. তদানুশারে

২। ‘শ্রবণ’- এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক. শ্রবণ + ণ

খ. শ্রী + অন

গ. শ্রব + অন

ঘ. শ্রু + অনট্

৩। ‘ইংরেজ কোন ভাষার শব্দ?

ক. ইংরেজি

খ. মিয়ানমার

গ. পর্তুগিজ

ঘ. জার্মান

৪। কোন শব্দটি উপসর্গযুক্ত?

ক. সমৃদ্ধি

খ. গমন

গ. হাজিরা

ঘ. লতানো

৫। ‘শিরচ্ছেদ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. শিরঃ + ছেদ

খ. শির + ছেদ

গ. শিরঃ শেদ

ঘ. শির + শেদ

৬। পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি কোনটি?

ক. ম

খ. ল

গ. ন

ঘ. থ

৭। বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কতটি?

ক. ৭টি

খ. ৬টি

গ. ৫টি

ঘ. ৪টি

৮। ‘অহি-নকুল’ কোন শ্রেণির দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

ক. বিরোধার্থক

খ. বিপরীতার্থক

গ. সমার্থক

ঘ. মিলনার্থক

৯। ‘পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?

ক. ছোটো

খ. বিপরীত

গ. নিম্ন

ঘ. শূন্য

১০। ‘আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো।’ ভাষার বিচারে বাক্যটি কোন দোষে দুষ্ট?

ক. দুর্বোধ্যতা

খ. বাহুল্য দোষ

গ. উপমার ভুল প্রয়োগ

ঘ. গুরুগুালী দোষ

১১। বাঁশবাগানের মাথায় উপর চাঁদ উঠেছে ওই’ মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই? পঙক্তিদ্বয় কোন কবির রচনা?

ক. রজনীকান্ত সেন

খ. বলাই চাঁদ মুখোপাধ্যায়

গ. যতীন্দ্রনাথ বাগচী

ঘ. যতীন্দ্রমোহন বাগচী

১২। ‘ফাল্গুল> ফাগুন কী ধরনের ধ্বনি পরিবর্তন?

ক. ব্যঞ্চনচ্যুতি

খ. অভিশ্রুতি

গ. অসমীকরণ

ঘ. অন্তর্হতি

১৩। ‘যখন বিপদ আসে, তথন দুঃখও আসে বাক্যটি কোন প্রকারের?

ক. সকল বাক্য

খ. আশ্রিত বাক্য

গ. মিশ্র বাক্য

ঘ. যৌগিক বাক্য

১৪। `Chancellor’ এর পরিভাষা কোনটি?

ক. আচার্য

খ. উপাচার্য

গ. অধ্যক্ষ

ঘ. প্রার্ধক্ষ

১৫। সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি?

ক. মনঃ + তাপ = মনস্তাপ

খ. তপঃ + বন = তপোবন

গ. নিশঃ + চয় = নিশ্চয়

ঘ. পুরঃ + কার = পুরষ্কার

১৬। কোনটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি?

ক. ছ

খ. গ

গ. ঢ

ঘ. দ

১৭। রূঢ়ি শব্দ কোনটি?

ক. সন্দেশ

খ. মধুর

গ. কর্তব্য

ঘ. গায়ক

১৮। শুদ্ধ বাক্য কোনটি?

ক. এটি লজ্জাস্কর ব্যাপার

খ. তিনি মোকদ্দমায় সাক্ষী দেবেন

গ. ইহার আবশ্যকতা নেই

ঘ. গীতাঞ্জলী একটি কাব্যগ্রন্থ

১৯। ‘ক্ষমা করার ইচ্ছা’ কে এক কথায় কি বলে?

ক. জিজীবিষা

খ. চিক্ষমিষা

গ. তিতীর্ষা

ঘ. জিঘাংষা

২০। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?

ক. সময়

খ. কাল

গ. সময়কাল
ঘ. কোনটিই নয়

উত্তরপত্রঃ

১. খ। ২. ঘ। ৩. গ। ৪.ক। ৫.ক। ৬.খ। ৭.খ। ৮.ক। ৯.ক। ১০.গ। ১১.ঘ। ১২.ঘ। ১৩.গ। ১৪.ক। ১৫.গ। ১৬.ক। ১৭.ক. ১৮.গ। ১৯.খ। ২০.গ।

১৮ তম শিক্ষক নিবন্ধন এর পরীক্ষার জন্য আমরা যে বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছি। মডেল টেস্টগুলো আপনাকে সহযোগীতা করতে পারে। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।#bdjobs202.com

By vk2023

10 thoughts on “১৮তম শিক্ষক নিবন্ধন: বিষয় ভিত্তিক মডেল টেস্ট- ০৬ । (বাংলা ভাষা ও সাহিত্য) । Subject Based Model Test 06 । 18th Teacher Registration 2024 ।”
  1. Amazing blog! Do you have any tips for aspiring writers?
    I’m hoping to start my own site soon but I’m a little lost on everything.
    Would you advise starting with a free platform like WordPress or go for a paid option? There are so many options out there that I’m totally confused ..
    Any recommendations? Thanks!

    Here is my web blog :: vpn special coupon code 2024

  2. Hey! I know this is somewhat off topic but I was wondering which blog platform are you using for this
    site? I’m getting tired of WordPress because I’ve had issues
    with hackers and I’m looking at options for
    another platform. I would be great if you could point me in the direction of a good platform.

    Feel free to visit my website … vpn meaning

  3. We stumbled over here different web page and thought I might check
    things out. I like what I see so i am just following you.
    Look forward to going over your web page for a second time.

    Here is my web site – vpn ucecf

  4. Hi there! I could have sworn I’ve been to this website before but after
    browsing through some of the post I realized it’s new to me.

    Anyhow, I’m definitely delighted I found it and I’ll be book-marking and checking back often!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *