MODC Job Circular 2024MODC Job Circular 2024

বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে শুধুমাত্র যারা এসএসসি পাশ করেছেন তারা সবাই আবেদন করতে পরবেন। আপনারা বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করতে আগ্রহী।

অর্থাৎ নাবিক ও এমওডিসি নৌ চাকরি করতে আগ্রহী আছেন। তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি একটি সরকারি বা ডিফেন্স চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ হতে পারে। সুতরাং আপনি যদি বাংলাদেশ নৌবাহিনীর এই নাবিক ও এমওডিসি নৌ ভর্তির বিজ্ঞপ্তি 2024 এ চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন। তাহলে এই বিজ্ঞপ্তিতে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।

নিচে শাখার নাম ও ট্রেড ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা আলোচনা করা হলোঃ- (MODC Job Circular 2024)

১। শাখার নামঃ ডিই/ ইউসি (সিম্যান, কমিউনেকেশন ও টেকনিক্যাল) পুরুষ

যোগ্যতাঃ এসএসসি (বিজ্ঞান)/ সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ 3.50 (নিন্যূতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গনিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো- অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটি উট হতে ন্যূনতম এ গ্রেড প্রাথ প্রার্থীদের অগ্রাধীকার দেওয়া হবে।

২। শাখার নামঃ মেডিকেল (পুরুষ)

যোগ্যতাঃ জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/ সমমান, জিপিএ 3.50 (ন্যূনতম)

৩। শাখার নামঃ পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমডিসি (নৌ) পুরুষ

যোগ্যতাঃ এসএসসি/ সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ 3.00 (ন্যূনতম)

৪। শাখার নামঃ কুক স্টুয়ার্ড (পুরুষ)

যোগ্যতাঃ এসএসসি/ সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল) জিপিএ 2.50 (ন্যূনতম)

৫। শাখার নামঃ টোপাস (পুরুষ)

যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ।

শারীরিক যোগ্যতা সকল শাখার জন্য (MODC Job Circular 2024 )

সিম্যান শাখার শারীরিক যোগ্যতাঃ

উচ্চতাঃ 5 ফুট 6 ইঞ্চি

বুকের মাপঃ 30-32 ইঞ্চি

ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী

চোখের দৃষ্টিঃ 6/6

পেট্রোলম্যান

উচ্চতাঃ 5 ফুট 8 ইঞ্চি

বুকের মাপঃ 30-32 ইঞ্চি

ওজনঃ বয়স ও উচ্চাতা অনুয়ারী

চোখের দৃষ্টিঃ 6/6

এমওডিসি (নৌ)

উচ্চতাঃ 5 ফুট 6 ইঞ্চি

বকের মাপঃ 30-32 ইঞ্চি

ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী

চোখের দৃষ্টিঃ 6/6

অন্যান্য শাখা

উচ্চতাঃ 5 ফুট 4 ইঞ্চি

বুকের মাপঃ 30-32 ইঞ্চি

ওজনঃ বয়স ও উচ্চতা অনুয়ায়ী

চোখের দৃষ্টিঃ6/6

অন্যান্য শর্তাবলী সকল শাখার জন্যঃ

 • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী পুরুষ প্রার্থী হতে হবে।
 • সাঁতার জানা আবশ্যক।
 • অবিবাহিত হতে হবে।
 • ০১ জুলাই ২০২৪ ইং তারিখ থেকে হিসাব করে নাবিক শাকার জন্য ১৭-২০ বছর এবং এমওডিসি (নৌ) ১৭-২২ বছর। এই বয়সটি এসএসসির সার্টিফিকেট থেকে হিসাব করা হবে।

প্রার্থীর অযোগ্যতাঃ

বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত। কোন যোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেফতার দোষী সম্ভাব্য বন্ধি আটক অথবা অন্য কোনও মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচার বিচারালয়ে বিচারাধীন থাকলে স্বরাষ্ট্র বাহিনী অথবা। সরকারি চাকরি থেকে অপসারিত অথবা বহিষ্কৃত হলে হলে প্রার্থী অযোগ্যতা বলে বিবেচিত হবে।

মাঠের সময় যে কাগজপত্রগুলো অবশ্যই নিয়ে যেতে হবে।

 • পাশ প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র অথবা প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক মূল অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। মূল মার্কশিট অথবা প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত মার্কশিটের সত্যায়িত ফটোকপি। মূল রেজিস্ট্রেশন কার্ড এবং মূল অ্যাডমিট কার্ড কোনও কারণে যাঁরা মূল অথবা সাময়িক সনদপত্র দিতে অপরাগ হবে তাঁরা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলে চলবে। তবে নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় শের ই বাংলা লালুয়া কলাপাড়া পাটুয়া খালিতে প্রশিক্ষণের জন্য যোগ দানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনও প্রার্থী গনকে ভর্তি করা যাবে। ভর্তি কালীন সময়ে অধিক যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে আনতে হবে। তবে তাঁরা এ জন্য অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা পাবে না। অষ্টম শ্রেণি পাশ প্রার্থীদের স্কুল হতে পাসকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে।
 • জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে গৃহিত জাতীয়তা ও। চরিত্রগত সনদপত্র বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে।
 • জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণির গেজেটেড অফিসার অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা কমিশনার কর্তৃক প্রার্থীর জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
 • অভিভাবকের সম্মতিপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে।
 • সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কবি পিতারা কপি এবং মাতা এক কপি রঙিন ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। এই ছবিগুলো প্রথম শ্রেণির অফিসার কর্তৃক সত্যায়িত করে আনতে হবে।
 • তাঁদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে।

আবেদনের পদ্ধতিঃ (নাবিক ও এমডিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

সেলর পদের আবেদনকারী প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং। ওয়েবসাইটের হোমপেজে সাইলোর সেকশন অথবা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। প্রথমেই প্রার্থীর যোগ্যতা যাচাই। পরও করে নাবিক ও এমওডিসি নৌ এর শাখা ভিত্তিক জব ডিসক্রিশন দায়িত্ব ও কর্তব্য। জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। এর পর সাইন আপ অথবা সাইন ইন করে। প্রার্থীকে ব্যাঙ্কিং অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ

করতে হবে এ পর্যায়ে। প্রার্থীকে যে কোনও ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট অথবা ডেবিট কার্ড। যেমন ভিসা মাস্টার স্কার্ট আমেরিকান এক্সপ্রেস। নেক্সট ক্লাস। এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ। রকেট নগদ ট্যাপ ও গেয়ার লেট ইত্যাদির মাধ্যমে। চার্জ বাবদ দুইশ টাকা অফেরতযোগ্য আবেদন ফি জমা দিতে হবে। পেমেন্ট সাকসেসফুল ই কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুসরণ করে সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।

পূরণকৃত ফরমটি সঠিক আছে কিনা তা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দিন বাটনে ক্লিক করে নাবিক এক ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে। পরবর্তীতে এই বিজ্ঞাপনের প্রদত্ত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে। যদি কোনও প্রার্থী উক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে। ওয়েবসাইটে। ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

ভর্তির পদ্ধতি

অনলাইনে আবেদনকারী জনকে পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট বা কাগজপত্র সহ নিজ জেলায়। ভর্তি। কেন্দ্র নির্ধারিত তারিখে উপস্থিত থাকতে হবে প্রার্থীর৷ সকল

কাগজপত্র সঠিক পাওয়া গেলে প্রথমে। তার প্রাথমিক নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইংরেজি বাংলা গণিত বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে। তাঁকে নাবিক হিসাবে ভর্তি করা হবে।

চাকরির সুবিধাধীঃ

বেতন ও ভাতাদি সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন। সুবিধা বিনামূল্যে পোশাক থাকা খাওয়া ও চিকিৎসার সুবিধা সংস্কৃত মূল্যে পরিবারের জন্য। রেশন ক্রয়ের সুবিধা অবসরে অবসর গ্রহণকালে অবসর ভাতা এবং গ্র্যাজুয়েট ই সুবিধা। চাকরি চলাকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন অফিসার জুনিয়ার কমিশন অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন অফিসার। পদে পদোন্নতির সুযোগ চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদবী ভিত্তিক বিমার সুবিধা এবং পরিবারের জন্য। আর্থিক সুবিধা বিদেশে প্রশিক্ষণ নৌবাহিনীর জাহাজে বিদেশি কোটায় শুভেচ্ছার সফর৷ বিদেশ থেকে জাহাজ। আনোয়ার ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে। এ ছাড়াও আরও অনেক কিছু সুবিধা রয়েছে। আপনারা নীচে থেকে বিজ্ঞপ্তিটি দেখুন কিংবা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে সেখান থেকে দেখে নিন।

ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্রসহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল ৮ টায় নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হতে হবে।

MODC Job Circular 2024

বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে৷ আমরা আপনাদের সুবিধার জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটি সংযুক্ত করতেছি।

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট

আবেদন লিংকঃ ক্লিক করুন

আবেদন শেষঃ 22/ 04/ 2024

নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুনঃ ক্লিক হেয়ার

আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুনঃ

বাংলাদেশ নৌবাহিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । নাবিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । MODC Job Circular 2024 । Bangladesh Defense Job Circular 2024 । nabik Job Circular 2024
বাংলাদেশ নৌবাহিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । নাবিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । MODC Job Circular 2024 । Bangladesh Defense Job Circular 2024 । nabik Job Circular 2024
বাংলাদেশ নৌবাহিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । নাবিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । MODC Job Circular 2024 । Bangladesh Defense Job Circular 2024 । nabik Job Circular 2024
বাংলাদেশ নৌবাহিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । নাবিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । MODC Job Circular 2024 । Bangladesh Defense Job Circular 2024 । nabik Job Circular 2024
বাংলাদেশ নৌবাহিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । নাবিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । MODC Job Circular 2024 । Bangladesh Defense Job Circular 2024 । nabik Job Circular 2024

বাংলাদেশ নৌবাহিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । নাবিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । MODC Job Circular 2024 । Bangladesh Defense Job Circular 2024 । nabik Job Circular 2024

বাংলাদেশ নৌবাহিনী মোদী সি নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এর সমস্ত তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আশা করছি আমাদের দেওয়া সকল তথ্য আপনাকে সহযোগিতা করবে। এরপরেও আপনার মনে এই সার্কুলার নিয়ে কোনও প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। মনে রাখবেন আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর। আমরা খুব গুরুত্বের সাথে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। #jobs202.com

By vk2023

15 thoughts on “এসএসসি পাশ । বাংলাদেশ নৌবাহিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । নাবিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । MODC Job Circular 2024 । Best Bangladesh Defense Job Circular 2024 । nabik Job Circular 2024”
 1. Wow, awesome weblog structure! How lengthy have you been running a
  blog for? you make running a blog look easy. The entire
  glance of your web site is wonderful, as neatly
  as the content! You can see similar here dobry sklep

 2. Fantastic goods from you, man. I have remember your stuff previous to and you are simply too wonderful.

  I actually like what you’ve obtained right here, certainly like what you are stating and the way by which you say it.
  You are making it entertaining and you still take care of to keep it smart.
  I can not wait to learn far more from you. This is actually a great web site.

  Take a look at my webpage vpn special coupon code 2024
  (vpnspecialcouponcode.wordpress.com)

 3. I’m amazed, I have to admit. Rarely do I come across a blog
  that’s both equally educative and amusing, and let me tell you,
  you have hit the nail on the head. The problem is something
  which too few men and women are speaking intelligently about.
  I’m very happy that I stumbled across this during my hunt for something relating to
  this.

  Feel free to surf to my blog vpn special coupon code 2024

 4. Hello there, just became aware of your blog through Google, and found
  that it is really informative. I am gonna watch out for brussels.
  I will appreciate if you continue this in future.
  Lots of people will be benefited from your writing. Cheers!

  Feel free to visit my webpage: vpn discount

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *