NPCBL Job Circular 2024

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ( NPCBL Job Circular 2024) এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ২২ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে ৬ ক্যাটাগরীতে ৪২ জন নিয়োগ করা হবে। যারা সরকারি চাকুরি পেতে চান তদের জন্য এই সরকারি চাকুরি পাওয়ার একটি সুবর্ণ সুযোগ। সুতরাং আপনি সরকারি চাকুরি করতে চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন।

১। পদের নামঃ ট্রেইনি ফায়ার অফিসার

পদের সংখ্যাঃ ১টি

বেতনঃ নিয়োগ বিজ্ঞিপ্তিতে দেখুন

বয়সঃ ৩০ বছর

যোগ্যতাঃ

ক) সরকার অনুমোদিত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।

খ) এসএসসি থেতে স্নাতক পর্যন্ত প্রতিটি পাবলিক পরীক্ষার ন্যূনতম জিপিএ/ সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৩.৫০ এবং ৪.০০ এর মধ্যে ২.৫০ পেতে হবে।

গ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক পরিচালিত Fire safety manager course শিরোনামের প্রশিক্ষণ

অথবা,

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সমমানের কর্মকার্তাগণের জন্য আবশ্যকূয় প্রশিক্ষণ

২। পদের নামঃ ট্রেইনি আইটি অফিসার

পদের সংখ্যাঃ ২টি

বেতনঃ নিয়োগ বিজ্ঞিপ্তিতে দেখুন

বয়সঃ ৩০ বছর

যোগ্যতাঃ

ক) সরকার অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পি উটার টেকনোলজি অথবা, কম্পউটার সাইন্স এন্ড টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

খ) প্রতিটি বাবলিক পরীক্ষার ন্যূনতম জিপিএ/ সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৩.৫০ এবং ৪.০০ এর মধ্যে ২.৫০ [সনাতন পদ্ধতিতে ন্যূনতম ২য় বিভাগ বা ২য় শ্রেণি] থাকতে হবে।

৩। পদের নামঃ টেইনি অফিস সহকারী

পদের সংখ্যাঃ ১টি

বেতনঃ নিয়োগ বিজ্ঞিপ্তিতে দেখুন

বয়সঃ ৩০ বছর

যোগ্যতাঃ

ক) সরকার অনুমোদিত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক/ সমমান বা উচ্চ মাধ্যমিক/ সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ/ সিজিপিএ ২.৫০ সহ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

অথবা,

সরকার অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি।

৪। পদের নামঃ ট্রেইনি ফায়ার ফাইটার

পদের সংখ্যাঃ ১৭টি

বেতনঃ নিয়োগ বিজ্ঞিপ্তিতে দেখুন

বয়সঃ ৩০ বছর

যোগ্যতাঃ

ক) সরকার অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম জিপিএ/ সিজিপিএ ২.৫০ সহ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৫। পদের নামঃ ট্রেইনি জেনারেল এ্যাটেডেন্ট

পদের সংখ্যাঃ ২টি

বেতনঃ নিয়োগ বিজ্ঞিপ্তিতে দেখুন

বয়সঃ ৩০ বছর

যোগ্যতাঃ

ক) সরকার অনুমোদিত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম জিপিএ/ সিজিপিএ ২.৫০ সহ মাদ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৬। পদের নামঃ ট্রেইনি পরিচ্ছন্নতা কর্মী

পদের সংখ্যাঃ ১টি

বেতনঃ নিয়োগ বিজ্ঞিপ্তিতে দেখুন

বয়সঃ ৩০ বছর

যোগ্যতাঃ

ক) সরকার অনুমোদিত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ

খ) পরিচ্ছন্নতা কাজে ১ বছরের অভিজ্ঞতা

শর্তাবলীঃ

ক) কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

খ) ১ নং ও ৪ নং ক্রমিকে প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতাঃ ৫ ফুট ৬ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থানয় ৩৩ ইঞ্চি, ও ওজন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত ন্যূনতম পরিমাপের এবং ক্রটিমুক্ত শারীরিক গঠন থাকতে হবে।

গ) প্রথম ২ বছর প্রবেশনকাল গণ্য হবে, তবে তা প্রবেশনকালীন প্রশিক্ষনের ফলাফল এভং / অথবা পারফরম্যান্সের ভিত্তিতে বর্ধিত করা হতে পারে। প্রবেশনকাল সফলভাবে সমাপ্তি এবং প্রবেশনকালে এনপিসিবিএল কর্তৃক প্রণীত প্রশিক্ষণের ফলাফল এবং / অথবা পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে িএনপিসিবিএল এ চাকুরি নিয়মিতকরণ/ নিশ্চিতকরণ করা হবে।

ঘ) প্রবেশনকালে নির্ধারিত হারে সাকূল্য বেতন েএবং বিধি মোতাবেক উৎসব ভাতা প্রদান করা হবে, মাসিক সাকূল্য বেতনের পরিমাণ হবে গ্রেড-১০, গ্রেড-১৬, গ্রেড-১৭, গ্রেড-২০ এর বিপরীতে যথাক্রমে ২৭০০০, ১৭০৪৫, ১৬৫৫০, ১৫৫৫০ টাকা।

ঙ) এনপিসিবিএল এর নিয়মিত চাকুরিতে নিয়োগের পর মূল বেতন ও প্রযোজ্য আবাসন সুবিধা বা বাড়িভাড় াভাতা এবং যয়োজ্যতা অনুসারে মূল বেতনের ৪০% হতে প্রকল্প ভাতা বিত্যুৎ কেন্দ্র ভাতা, ছটি নগদায়ন, যৌথ বীমা, কনট্রিবউটরি প্রভিডেন্ ফান্ড, গ্রাচ্যুইটিসহ অণ্যান্য প্রান্তিক সুবিধাদি এনপিসিবিএল এর বিধিমাল ও নীতিমালা নুসারে প্রদান করা হবে এনপিসিবিএল এর বেতদন কাঠামো অনুসারে মাসিকমেূল বেতনের পরিমাণ হবে গ্রেড ১০, ১৬, ১৭ ও ২০ এর পিরীতে যথাক্রমে ৪৮০০০, ২১৬০০, ২৯৪০০ ও ১৬৮০০ টাকা।

চ) যোগদানকারীকেতার যোগদানের সময় এ মর্মে অঙ্গীকার নামা দাখিল করতে হবে যে , তিনি এনপিসিবিএল এ যোগদানের তারিখ থেকে কমপক্ষে ১০ বছর চাকুরি করবেন এবং যদি এনপিসিবিএল এ ১০ বছর চাকুরির সমাপ্তির পূর্বে স্বেচ্ছায় এনপিসিবিএল ত্যাগ করেন তবে তিনিএনপিসিবিএল সরকার বা অন্য যেকোন কর্তৃপক্ষ কর্তৃক তার জন্য ব্যয়কৃত সমূদয় অর্থ পরিশাধ করতে বাধ্য থাকবেন।

ছ) আবেদন শুরু হবে ২৪ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ থেকে এবং শেষ হবে ২৩ জানুয়ারী ২০২৪ ইং তারিখ রাত ১১:৫৯ মিনিটে।

জ) আবেদন ফি বাবাদ ৫০০ টাকা

ঝ) আরও তথ্য জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।

নউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকোম্পনী বাংলাদেশ লিমিটেড (npcbl Job circular 2024) নিয়োগ বিজ্ঞপ্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা আপনাদে সুবিধার জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটি শেয়ার করছি।

NPCBL Job Circular 2024

সূত্রঃ দৈনিক জনকণ্ঠ পত্রিকা

আবেদন করুন: ক্লিক করুন

আবেদন শেষ: ২৪ জানুয়ারী ২০২৪ ইং তারিখ রাত ১২ টায়

Fire Station এর জন্যজিনবল নিয়োগ বিজ্ঞপ্তি- ২ এর বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করা চেষ্ঠা করেছি আশা করছি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাকে সাহায্য করবে। এর পরে কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ। bdjobs202.com

00Days
00Hours
00Minutes
00Seconds

By vk2023

One thought on “Fire Station এর জন্যজিনবল নিয়োগ বিজ্ঞপ্তি- ২ । NPCBL Job Circular 2024”
  1. excellent submit, very informative. I’m wondering why
    the opposite specialists of this sector don’t notice this.
    You must continue your writing. I am sure, you’ve a huge readers’ base already!

    Take a look at my web site :: webpage

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *