Bd Job Circular 2024

তরুণদের অনেকেই শঙ্কায় ছিলেন, করোনার দাক্কার পর নির্বাচনরে বছরও হয়তো সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ কমে যাবে। (Bd Job Circular 2024) কিন্তু সেই শঙ্কা কাটিয়ে বাংক, বিসিএস, এনটআসিএ নোগের মতো বড় বড় কিছু নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে, যা তরুণদের মনে আশার সঞ্চায় করেছে। ২০২৪ সালে বছরজুড়েই এসব নিয়োগ পরীক্ষার সম্ভাবনা রয়েছে।

একটি নতুন বিসিএসঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) গত নভেম্বরে ৪৬তম সাধারণ বিসিএসের ভিজ্হপ্তি প্রকাশ করে। ৪৬তম বিসিএসরে ৩ হাজার ৪০ পদের আবেদন অনলাইনে করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এতে ক্যাডার পদের সংখ্যা উল্লেখ থাকলেও নন-ক্যাডারের পদের সংখ্যা উল্লেখ নেই। এই বিসিএসে ৩ হাজার ৪০ পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহারী সার্জন হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এর পরপরই সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। বিসিএস প্রশাসনে ২৭৪, পররাষ্ট্র ১০, পুলিশে ৮০, আনসারে ১৩, মৎস্য ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে। আবেদন শেষে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্সা মার্চে অনুষ্ঠিত হতে পারে।

ব্যাংকে প্রায় ৩ হাজার ৫০০ জন নিয়োগঃ বাংলাদেশ ব্যাংক কয়েক দফায় ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে প্রায় সাড়ে তিন হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। এই প্রতিষ্ঠানে সহকারী পরিচালক (আইসিটি) পদে নবম গ্রেডে ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৩ জানুয়ারী ২০২৪।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত আটিটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদের জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব ব্যাংকে ৯৭৪ জন সিনিয়র অফিসার নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোন বিষয় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদন শেষ সময় ১৯ জানুয়ারী। এই পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ২২০০০-৫৩০৬০ টাকা। আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব ব্যাংকে ১ হাজার ৫৯৭ জন অফিসার নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমন্বিতভাবে একক প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে ২০২২ সালভিত্তিক অফিসার (সাধারণ) পদের শূন্য পদগুলো পূরণ করা হবে। অফিসারের ১ হাজার ৫৯৭ পদের মধ্যে সোনালী বাংকে ৬৪৩ জন, জনতা ব্যাংকে ১১৬৪ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪, আনসার ভিডিপি উ্ন্য়ন ব্যাংকে ১, বাংলাপদেশ কৃষি ব্যাংকে ৪৪৯, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৬৪, কর্মসংস্থান ব্যাংকে ২০ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ২০ জন নেওয়া হবে। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৬০০০-৩৮৬৪০ টাকা।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাচটি ব্যাংকে অফিসার (ক্যাশ) বা অফিসার (টেলর) পদে ৭৮৭ জন নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সমন্বিতবাবে একক প্রতিযোগীতামূলক পরীক্সা মাধ্যমে ২০২২ সালভিত্তিক এসব পদের শূন্য পদগুলো পূরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফিসারের ৭৮৭ পদের মধ্যে সোনালী ব্যাংকে ৫৩৫ জন, জনতা ব্যাংকে ৫০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৫৯ ও প্রবাসীকল্যাণ ব্যাংকে ৩৯ জন নিয়োগ দেওয়া হবে। যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবদেনের শষ তারিখ ২০ জানুয়ারী ২০২৪ ইং তারিখ। বেতন স্কেল ১৬০০০- ৩৮৬৪০ টাকা ।

বিমান বাংলাদেশ নেবে ২৩১ জনঃ বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিঃ চার ক্যাটাগরীতে মো ২৩১ জন নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের আবেদন করতে পারবেন। মেডিকেল অফিসার গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এবং পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন শেষ সময় ১২ জানুয়রী ২০২৪।

১৮ তম শিক্ষক নিবন্ধনে আবেদনে রেকর্ডঃ দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের বিন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে বেসরকারি শিক্ষক বিন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটআসিএ) ১১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তাতে আবেদনের রেকর্ড হয়েছে। েএতে ১৮ লাখের বেশি প্রার্থী আবেদন করেছেন। এনটআরসিএ বলেছে, এই আবেদন অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে েগছে। এ বিষয়ে এনটআরসি ্ের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ এনামূল কাদের খান জানিয়েছেন প্রায় ১৮ লাখ ৬৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন। মূন্য পদের সংখ্যা কত তা জানতে চাইলে তিনি বলেন, লিখিত পরীক্ষার আগে আগে আমরা মূন্য পদ বাছাই করি। সে অনুসারে এখনই পদের সংখ্যা বলা যাচ্ছে না। পরীক্ষার বিষয়ে জানতে চাইতে এনামূল কাদের বলেন, নির্বাচনের পর সুবিধাজনক সময়ে এটি নেওয়া। হবে।

বুঝতেই পারছেন নির্বাচনের বছরে কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং আবেদন চলছে। এই নিয়োগ গুলোর সম্পর্কে না জেনে থাকলে এখনে আমাদের ওয়েবসাইটে থকে জেনে নিবেন।

By vk2023

6 thoughts on “নির্বাচনের বছরে চাকরিপ্রর্থীদের জন্য বড় সুযোগ যেসব সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে । Bd Job Circular 2024”
  1. I’m really loving the theme/design of your blog. Do you ever
    run into any internet browser compatibility issues?
    A small number of my blog audience have complained about my site not working correctly in Explorer but
    looks great in Firefox. Do you have any advice to help fix this problem?
    I saw similar here: sklep internetowy and also here:
    najlepszy sklep

  2. It’s a shame you don’t have a donate button! I’d definitely donate to this brilliant blog!

    I guess for now i’ll settle for book-marking
    and adding your RSS feed to my Google account. I look forward
    to fresh updates and will share this blog with my Facebook group.
    Talk soon!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *