৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষার হলে নকলের চেষ্টা করায় এক প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে (BCS Notice 2024)। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষার হলে নকলের চেষ্টা করায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা ২০০০ অনুযায়ী কমিশন কর্তৃক এই রেজিস্ট্রেশন (১১০৩৮৬৯২) নম্বরধারী প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে। এই রেজিস্ট্রেশন (১১০৩৮৬৯২) নম্বরধারী প্রার্থীর ৪৪তম বিসিএস পরীক্ষা বাতিলসহ ওই বছর ও পরবর্থী এক বছর কমিশন কর্তৃক অনুষ্ঠিতব্য যেকোনো পরীক্ষার জন্য এবং কমিশন কর্তৃক বিজ্ঞপিত যেকোনো পদে আবেদন করার জন্য অযোগ্য যোঘণা করা হলো-
এ ছাড়া ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় এই রেজিস্ট্রেশন (১১০৩৫৭৫২) নম্বরধারী প্রার্থী আবশ্যিক দুটি বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত থাকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তার উত্তরপত্র বাতিল করেছে। এই প্রার্থীর সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষার উত্তরপত্র বাতিল করা হয়েছে।
বিসিএস পরীক্ষায় নকলে চেষ্ঠা করলে কি রকমের শাস্তি হতে পারে তা একজনকে উদারহণ স্বরূপ দেখালাম। আশা করছি আমাদের দেওয়া তথ্যগুলো আপনার উপকারে আসবে। এর পরেও কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ। #bdjobs202
Excellent article. I’m dealing with a few of these issues
as well..
My blog :: vpn special coupon code 2024