Bgb job circular questions 2024Bgb job circular questions 2024

চূড়ান্ত সাজেশন ০১ Bgb Job Circular Super suggetion 2024 । বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর চূড়ান্ত সাজেশন । বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর চূড়ান্ত সাজেশন নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। এই পোষ্টটি বদলে দিতে পারে তোমাদের bgb এর নিয়োগ পরীক্ষা লিখিত ও মৌখিক পরীক্ষার গল্প ।

আমরা বিগত কয়েক বছরের প্রশ্ন নিয়ে আমাদের এই সাজেশনটি তৈরী করেছি। এই সাজেশনের প্রতিটি মডেল ‍গুলো আমরা নিয়েছে। বিজিবি এর কয়েক বছরের প্রশ্ন থেকে । আশা করছি আমাদের এই সাজেশনটি আপনাদের উপকারে আসতে পারে। তো চলুন আমরা এই সাজেশনটি দেখে নেই।

১। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর বর্তমান নাম কী?

উত্তরঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২। বর্ডার গার্ড বাংলাদেশ এর পুরাতন নাম কি ছিল?

উত্তরঃ বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

৩। বর্ডার গার্ড বাংলাদেশ বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন কবে?

উত্তরঃ ২১ ডিসেম্বর ২০১০।

৪। বর্ডার গার্ড বাংলাদেশ কার্যকর হয় কবে থেকে?

উত্তরঃ ২৩ জানুয়ারি ২০১১।

৫। বর্ডার গার্ড বাংলাদেশ দিবস পালিত হয় কবে?

উত্তরঃ ২০ ডিসেম্বর।

৬। বর্ডার গার্ড বাংলাদেশ বিলে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা নেওয়া হয় কি?

উত্তরঃ মৃত্যুদণ্ড।

৭। বাংলাদেশ রাইফেলস এর পূর্ব নাম কি?

উত্তরঃ রামগড় লোকাল ব্যাটালিয়ন (১৭৭৫ সালে)

৮। স্পেশাল রিজার্ভ কোম্পানি কত সালে ঢাকার পিলখানায় প্রথম ঘাঁটি স্থাপন করে?

উত্তরঃ ১৮৭১ সালে ।

৯। বাংলাদেশ রাইফেলস নামকরণ হয় কত সালে?

উত্তরঃ ৩ মার্চ, ১৯৭২ সালে।

১০। স্বাধীনতা যুদ্ধে কত জন বিডিআর সদস্য শহীদ হন?

উত্তরঃ ৮১১ জন।

১১। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন বিডিআর সদস্য বিভিন্ন বীরত্ব পদক পান?

উত্তরঃ ২ জন বীরশ্রেষ্ঠ, ৮ জন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম এবং ৭৮ জন বীর প্রতীক।

১২। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিডিআর (ই.পি.আর) থেকে দুইজন বীরশ্রেষ্ঠ উপাধি পাওয়া ব্যক্তি কে কে?

উত্তরঃ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ, ল্যান্স নায়েক নুর মােহাম্মদ শেখ।

১৩। বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ পিলখানা, ঢাকা।

১৪। বর্ডার গার্ড বাংলাদেশ-এর বর্তমান মহাপরিচালক কে?

উত্তরঃ মেজর জেনারেল আনােয়ার হােসেন।

১৫। বাংলাদেশ রাইফেলস-এর ভিত্তি সংস্থার নাম কী?

উত্তরঃ রামগড় লােকাল ব্যাটালিয়ন (প্রতিষ্ঠিতঃ ১৭৭৫)।

১৬। সীমান্ত সংঘর্ষে নিহত বিডিআর এর তিনজন সিপাহী ‘বাংলাদেশ রাইফেলস পদক’ ও ‘প্রেসিডেন্ট পদকে ভূষিত হন, তাঁরা কে কে?

উত্তরঃ ১, সিপাহী নায়েক মােহাম্মদ ওয়াহিদ মিয়া,

১৭। অপারেশন রেবেল হান্ট কি?

উত্তরঃ পিলখানা বিডিআর বিদ্রোহের সাথে জড়িত ব্যক্তিদেরকে ধরার জন্য দেশব্যাপী পরিচালিত অভিযান ।

১৮। পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয় কবে?

উত্তরঃ ২৫ ফেব্রুয়ারি, ২০০৯।

১৯। পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে বিডিআর জওয়ানরা অস্ত্র সমর্পণ করে কবে?

উত্তরঃ ২৬ ফেব্রুয়ারি, ২০০৯।

 

 

 

চূড়ান্ত সাজেশন ০১ । Bgb Job Circular Super suggestion 2024 । বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর চূড়ান্ত সাজেশন । Bgb job circular questions 2024 । Help question model Bgb Job Circular 2024

নিয়োগ বিজ্ঞপ্তি দেখুনঃ

চূড়ান্ত সাজেশন ০১ । Bgb Job Circular Super suggestion 2024 । বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর চূড়ান্ত সাজেশন । Bgb job circular questions 2024 । Help question model Bgb Job Circular 2024

By vk2023

2 thoughts on “চূড়ান্ত সাজেশন Bgb Job Circular Super suggestion 2024 । বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর চূড়ান্ত সাজেশন । Bgb job circular questions 2024 । Best Help question model Bgb Job Circular 2024”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *