ফেসবুক স্ট্যাটাসে ধর্ম অবমাননার অভিযোগ ওঠার পর যুবকের থানায় আত্মসমর্পণফেসবুক স্ট্যাটাসে ধর্ম অবমাননার অভিযোগ ওঠার পর যুবকের থানায় আত্মসমর্পণ

পাবনার চাটমোহরে ফেসবুকে ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগ ওঠার পর এক যুবক থানায় আত্মসমর্পণ করেছেন। আতিকুর রহমান (৩২) নামের ওই যুবকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে আতিকুর চাটমোহর থানায় আত্মসমর্পণ করেন। তিনি উপজেলার হরিপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আতিকুর গত বুধবার তাঁর নিজের ফেসবুক আইডিতে দুটি স্ট্যাটাস দেন। যাতে ইসলাম ধর্মের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তোলেন অনেকে। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আজ সকালে বিক্ষুব্ধ লোকজন আতিকুলের বাড়িতে যান। তাঁকে বাড়িতে না পেয়ে তাঁর বাবাকে বিষয়টি জানান বিক্ষুব্ধরা। এর কিছুক্ষণের মধ্যেই আতিকুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাম্মেল হোসেন বলেন, ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দেওয়ায় স্থানীয় লোকজন আতিকুরের ওপর ব্যাপক ক্ষুব্ধ হয়েছিল। অনেকেই আতিকুরকে খুঁজে বেড়াচ্ছিলেন এটা শুনেছেন। তবে পরে কী হয়েছে, জানা নেই।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জনতার তোপের মুখে ওই যুবক নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন। তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন আছে। মামলাটি দায়ের হলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

By vk2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *