ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দেশের বাইরে থাকার ব্যাখ্যা দিলেন শাকিব খানছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দেশের বাইরে থাকার ব্যাখ্যা দিলেন শাকিব খান

চলতি বছরের অন্যতম বড় ব্যবসাসফল সিনেমা ‘তুফান’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন ছবি ‘দরদ’ মুক্তির ঘোষণা এসেছে। এদিকে চলতি মাসেই ‘বরবাদ’ নামে আরেকটি সিনেমার শুটিং করতে যাচ্ছেন শাকিব খান। কাজসহ নানা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন ঢাকাই ছবির এই শীর্ষ নায়ক। সেখানে তিনি কথা বলেছেন বড় তারকার হওয়ার বিড়ম্বনাসহ ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে।

‘বড় তারকা হওয়ার বিড়ম্বনা কী’, এমন প্রশ্নের অকপট জবাব দিয়েছেন শাকিব খান। তিনি বলেন, ‘অনেক বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু সবচেয়ে বেশি যেটা দেখি ভিত্তিহীন খবর। উদ্ভট সব জিনিস লেখা হয়। যার কোনো সত্যতা নেই, যা কখনো ঘটেনি সেগুলো অনেকে রং মিশিয়ে লিখে দেয়। এখন ভিউ নিয়ে শুধু প্রতিযোগিতা। সেই কারণে এসব হয়ে থাকে। এগুলো মাঝে মাঝে বিরক্তিকর লাগে। এ ছাড়া বিভিন্ন সময় মানুষ কাছে আসার জন্য ঝাঁপিয়ে পড়েন, ঘিরে ধরেন। অস্বস্তি হয় কখনো কখনো। তবে জানি, এটা আসলে ভালোবাসার কারণে হয়। এই ভালোবাসার কারণেই তো আমি।’

By vk2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *