বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (Bangladesh Shenabahini Job Circular 2024)। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক ইত্তেফাক পত্রিকায় ২৬ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে প্রকাশিত হয়েছে। এই ৮১০ জন নিয়োগ করা হবে। আপনারা যা ডিফিন্স চাকুরি খুজছেন তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকুরি পাওয়ার একটি সুবর্ণ সুযোগ। সুতরাং আপনি সেনাবাহিতে চাকুরি করতে ইচ্ছক হলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এসএমএস কর আবদেন করতে পারেন।
১। সাধারণ ট্রেড (GD)- ছেলে- মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন।
যোগ্যতাঃ এসএসসি বা সমমান (মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়সঃ ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে থেকে হিসাব করে ১৭ থেকে ২০ বছরের মধ্যে থাকতে হবে। বয়স হিসাব করার জন্য ক্লিক করুন
২। টেকনিক্যা ট্রেড (TT) ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন।
যোগ্যতাঃ ক) এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট বিষয়সহ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
খ) এসএসসি বা সমমান (মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখত টেবিল ১ অনুযায়ী ন্যূনতম ৬ মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য। বিজ্ঞান বিভাগ/ ডিল্পোমা কোর্স সম্পুর্ণ কারী প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে।
বয়সঃ ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখ থেকে বয়স হিবাস করে ১৭ থেকে ২১ বছরের মধ্যে থাকতে হবে। তবে শুধুমাত্র ড্রাইভার পদের জন্য ২২ বছর পর্যন্ত শিথিলে যোগ্য।
উভয় পদের জণ্য শারীরিক যোগ্যতাঃ
পুরুষঃ উচ্চতাঃ ৫ ফুট ৫ ইঞ্চি, নৃ-গোষ্ঠীদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। ওজনঃ ৪৯.৯০ কেজি, বুকের মাপঃ ৩০-৩২ ইঞ্চি।
মহিলাঃ উচ্চতাঃ ৫ ফুর ১ ইঞ্চি, নৃ-গোষ্ঠীদের জন্য ৫ ফুট ০ ইঞ্চি। ওজনঃ ৪৭ কেজি, বুকের মাপঃ ২৮-৩০ ইঞ্চি।
অন্যান্য শর্তাবলীঃ
১। স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে।
২। সাতার জানতে হবে (৫০ মিটার)
৩। অবিবাহিত (তালাকপ্রাপ্ত গ্রহনযোগ্য নয়)
ভর্তির সময় যে সনদপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে।
ক) সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র ও মার্কশীটের ফটোকপি। তবে, পরবর্তীতে অবশ্যই মুলকপি উপস্থাপন করতে হবে।
খ) সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লিখিত প্রশংসাপত্র।
গ) টেকনিক্যার ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্স যোগ্যতা অর্জনের স্বাপক্ষে সনদপত্রের মূলকপি। তবে যারা ড্রাইভার পদে আবেদন করবেন তাদের ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি আনতে হবে।
ঘ) অভিভাবকের সম্মতিপত্র অবশ্যই চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
ঙ) সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া নাগরীক ও চারিত্রিক সনদপত্র।
চ) জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি (যদি থাকে)
ছ) পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।
জ) পাসপোর্ট সাইজের ৫*4 সেঃমিঃ ৬ কপি ছবি ও স্টাম্প সাইজের ২ কপি ছবি।
ঝ) সাতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনী পোশাক সাথে আনতে হবে।
ঞ) লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় (কলম, পেনন্সিল, জ্যামিতি বক্স) ইত্যাদি সাথে আনতে হবে।
ট) নৃ-গোষ্ঠীদের জন্য তাদের প্রমাণ স্বরূপ সনদ আনেতে হবে।
নির্বাচন পদ্ধতি
স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরিক্ষা ও শারীরিক পরীক্ষা । ( বাংলা, ইংরেজী, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও সাক্ষাৎকারের মাধ্যেমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। তবে টেকনিক্যাল পদের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা গ্রহন করা হবে।
প্রশিক্ষণ
সেনাসদরের সিদ্ধান্ত অনুয়াযী ৩৬ মাসের মৌলিক প্রশিক্ষণ গ্রহন করা হবে।
টেকনিক্যাল ট্রেড এর পরীক্ষার কেন্দ্রের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির টেবিল-১ দেখুন। এবং সাধারণ ট্রেডের পরীক্ষার সেন্টার পরবর্তীতে এসএমএস করে জানারো হবে।
জেলা কোটাঃ কোন জেলা থেকে কত জন প্রার্থী নিয়োগ করা হবে সেটা জানতে নিচে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন।
এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের পদ্ধতিঃ
প্রথম ধাপ (সাধারণ ট্রেড) (টেলিটক সিম থেকে মেসেজ করতে হবে)
প্রথম এসএমএসঃ SAINIK >< SPACE >< 1ST THREE LETTER OF SSC BORAD >< SPACE <> SSC ROLL <> SPACE >< PASSING YEAR >< DISTRICT CODE লিখে পাঠাতে হবে। ১৬২২২ নম্বরে এবং মেসেজ সেন্ট হলে ফিরতি মেসেজে আপনার এসএসসির তথ্য দেখাবে এবং একটি কোড দিবে। কোডটি ব্যবহার করে দ্বিতীয় মেসেজ পাঠাতে হবে।
উদাহরণঃ SAINIK DIN 123456 2020 05 Sent 16222
দ্বিতীয় এসএমএসঃ SAINIK>< SPACE ><YES>< SPACE>< PIN NUMBER><SPACE>< CONTRACT NO লিখে ১৬২২২ নম্বরে সেন্ট করতে হবে।
প্রথম ধাপ (টেকলিক্যাল ট্রেড) (টেলিটক সিম থেকে মেসেজ করতে হবে)
প্রথম এসএমএসঃ SAINIK >< SPACE >< 1ST THREE LETTER OF SSC BORAD >< SPACE <> SSC ROLL <> SPACE >< PASSING YEAR >< DISTRICT CODE><SPACE><TT><SPACE><TREAD CODE><SPACE><EXAM CENTER লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে
উদাহরণঃ SAINIK TEC 123456 2020 05 TT 105 106 Sent 16222
দ্বিতীয় এসএমএস পাঠানোর নিয়ম একই।
বিএনসিসি প্রার্থীরা যেভাবে মেসেজ করবেনঃ
প্রথম এসএমএসঃ SAINIK >< SPACE >< 1ST THREE LETTER OF SSC BORAD >< SPACE <> SSC ROLL <> SPACE >< PASSING YEAR >< DISTRICT CODE><SPACE><BNCC লিখে পাঠাতে হবে। ১৬২২২ নম্বরে এবং মেসেজ সেন্ট হলে ফিরতি মেসেজে আপনার এসএসসির তথ্য দেখাবে এবং একটি কোড দিবে। কোডটি ব্যবহার করে দ্বিতীয় মেসেজ পাঠাতে হবে।
উদাহরণঃ SAINIK TEC 123456 2020 05 TT 105 106 BNCC Sent 16222
দ্বিতীয় মেসেজ পাঠানোর নিয়ম একই।
এছাড়ও যারা অন্যান্য ট্রেডে আবেদন তারা নিচে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নেবেন।
এখানে প্র্রত্যেকটি ট্রেডের জন্য ফি দিতে হবে ৩০০ টাকা ।
দ্বিতীয় মেসেজ পাঠানোর পর আপনাকে এ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এজন্য আপনাকে http://sainik.teletalk.com.bd/ এই লিংকে প্রবেশ করতে হবে। এবং মেসেজে পাওয়া আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে। এবং এ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। মনে রাখবেন মেসেজে আবেদন করার ৭ দিনের মধ্যে এ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
আবেদন শুরু হবে ১০ জানুয়ারী ২০২৪ ইং তারিখ থেকে এবং শেষ ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে।
এছাড়ও আরও তথ্যের জন্য নিচে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। নিচে আমরা আপনার সুবিধার জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করছি।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক পত্রিকা
এ্যাডমিট কার্ড ডাউনলোড করুনঃ ক্লিক করুন
আবেদন শেষঃ ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ
বাংলাদেশ সেবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির সমস্থ্য তথ্য আপনাকে সহযোগীতা করার চেষ্ঠা করছি। আশার করছি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাকে সহযোগীতা করবে। এর পরেও কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ। #bdjobs202.com
TornadoCash: Where privacy meets decentralization. Keep your Ethereum transactions confidential with this innovative protocol
If you wish for to obtain a great deal from this post
then you have to apply such strategies to your won blog.
Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
Мы предлагаем: сервисные центры по ремонту техники в мск
Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!