Setu Ngo Job circular 2024

সেতু এনজিও তে আবারও নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (Setu Ngo Job circular 2024)। মাটিতে পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়েই পড়িতে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি। দৈনিক প্রথম আলো পত্রিকায় 26 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। আপনারা যারা। কেন্দ্রীয় তে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিতেই চাকরি পাওয়ার একটি সূবর্ণ সুযোগ হতে পারে। সুতরাং আপনি যদি সেতু এনজিওতে চাকরি করতে আগ্রহী হন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন।

 

১। পদের নামঃ আঞ্চলিক ব্যবস্থাপক

পদের সংখ্যাঃ ৫টি

বেতনঃ ৪৪১০০ টাকা

যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর পাশ হতে হবে। এ ছাড়াও সংশ্লিষ্ট পদে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

 

২। পদের নামঃ প্রশিক্ষক।

পদের সংখ্যাঃ ২টি

বেতনঃ ৩১০০০ টাকা

যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর পাশ হতে হবে। এ ছাড়াও সংশ্লিষ্ট পদে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

 

৩। পদের নামঃ শাখা ব্যবস্থাপক

পদের সংখ্যাঃ ১টি

বেতনঃ ২৭৯০০ টাকা

যোগ্যতাঃ  স্নাতকোত্তর পাশ হতে হবে। এ ছাড়াও সংশ্লিষ্ট পদে তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

 

৪। পদের নামঃ অভ্যন্তরীণ নিরীক্ষক

পদের সংখ্যাঃ ৫টি

বেতনঃ ২৭৯০০ টাকা

যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর পাশ হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

 

৫। পদের নামঃ ফিল্ড অফিসার

পদের সংখ্যাঃ ৫০টি

বেতনঃ ২০৮০০ টাকা

যোগ্যতাঃ স্নাতক পাশ হতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদটিতে।

 

শর্তাবলীঃ

১। প্রত্যেকটি পদের জন্য শিক্ষানবিশকাল ছয় মাস থাকবে।

২। চাকরি নিয়মিতকরণের পর সংস্থার চাকরি বিধি অনুযায়ী উৎসব ভাতা নববর্ষ ভাতা 10% সিপিএম বিমা। আনুতোষিক সহ অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।

৩। তিন ও চার ক্রমিক উক্ত পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্য হবেন।

৪। 134 ও পাঁচ শ্রমিকের মোটরসাইকেল বিল প্রাপ্ত হবে।

৫। তাঁদের মোবাইল বিল সুবিধা প্রাপ্য হবেন।

৬। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সসীমা শিথিল যোগ্য থাকবে।

৭। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য। চাকরি নিয়মিতকরণের পর ন্যূনতম তিন বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে।

৮। চাকুরীতে যোগদানের সময় নগদ ১০ হাজার টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে।

৯। প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে।

১০। লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে।

১১। ধূমপায়ী ও মাদকাসক্তদের আবেদনের নিরুৎসাহিত করা হচ্ছে।

১২। আরও জানতে নীচে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।

 

আবেদন করার পদ্ধতিঃ

যাতে পূর্ণ জীবন বৃত্তান্তসহ ছ তলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের কপি মোবাইল নম্বর উল্লেখ পূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী। 8 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে।

 

আবেদনপত্র পাঠানো ঠিকানাঃ

চালক সেতু টি এন্ড টি কলোনী রোড কোট করা পোস্টবক্স 10 কুষ্টিয়া 7000 এই ঠিকানায় আবেদনপত্র সরাসরি কুরিয়ারের মাধ্যমে কিংবা ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে পারবেন। তবে অবশ্যই খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

 

জিওর নিয়োগ বিজ্ঞপ্তি 2024 টি৷ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে৷ আমরা আপনাদের সুবিধার জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি। সংযুক্ত করতেছি।

 

Setu Ngo Job circular 2024

সূত্রঃ দৈনিক প্রথম আলো পত্রিকা

আবেদন শেষঃ ৮ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ

 

সেতু এনজিও এর নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এর সমস্ত তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আশা করছি আমাদের দেওয়া সকল তথ্য আপনাকে সহযোগিতা করবে। এরপরেও আপনাদের মনে এই সার্কুলার নিয়ে কোনও প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট এ জানাবেন। মনে রাখবেন আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর আমরা খুব গুরুত্বের সাথে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। #bdjobs202.com

By vk2023

10 thoughts on “সেতু এনজিও তে নিয়োগ বিজ্ঞপ্তি 2024। Bd Ngo Job Circular 2024 । Setu Ngo Job circular 2024”
  1. I’m extremely impressed with your writing skills and also with the layout on your
    weblog. Is this a paid theme or did you modify it yourself?
    Either way keep up the excellent quality writing, it is rare to see a nice blog like
    this one today.

    Look into my web page what does vpn do

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *