NCCRFHD Job Circular 2024NCCRFHD Job Circular 2024

NCCRFHD Job Circular 2024 – জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে ২টি ক্যাটাগরীতে সর্বোমোট ৩ জন নিয়োগ করা হবে। আপনারা যারা বাংলাদেশের সরকারি চাকুরি খুঁজছেন তাদের জন্য জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সরকারি চাকুরি পাওয়ার একটি সুবর্ণ সযোগ হতে পারে। ‍সুরতাং আপনি যদি জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে চাকুরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।

NCCRFHD Job Circular 2024 Post, Qualification and other information’s

১। পদের নামঃ পরিসংখ্যানবিদ

পদের সংখ্যাঃ ১টি

বেতনঃ ১০২০০ – ২৪৬৮০ টাকা

যোগ্যতাঃ ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে। খ) কম্পি উটার চালনায় দক্ষতা থাকতে হবে।

২। পদের নামঃ ড্রাইভার

পদের সংখ্যাঃ ২টি

বেতনঃ ৯৭০০- ২৩৪৯০ টাকা

যোগ্যতাঃ ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ) ড্রাইভিং লাইন্সেন: ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গ) অভিজ্ঞতা সম্পর্ণ চালকগণ অগ্রধিকার পাবে।

NCCRFHD Job Circular 2024 Condition

  • আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই অনলাইনের এই লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে National Center for Control of Rheumatic Fever and Heart Disease – NCCRFHD | Powered By Teletalk
  • প্রত্যেকটি পদের জন্য লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের বিধিবিধান প্রতিপালন করা হবে।
  • আবেদনকারীর বয়স ০১ জুন ২০২৪ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ পরিসংখ্যানবিদ এর ক্ষেত্রে ও সর্বোচ্চ ৩০ বৎসর এবং ড্রাইভার এর ক্ষেত্রে অনূর্ধ্ব ৩০ বৎসর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডিফিট গ্রহণযোগ্য হবে না। এসএসসি সনদ/ জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে।
  • সরকারি/ আধা- সরকারি/ স্বায়ত্বশাসিত/ আধা- স্বায়ত্বশসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে সরকারি বিধবিধান অনুসরণপূর্বক ( নির্ধারিত বয়সসীমার মধ্যে) অবশ্যিই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্রের মূলকপি বাধ্যতামূলক জমা দিতে হবে।
  • প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত ঠিকানা যদি ইতোপূর্বে কোন সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয়, তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র উল্লেখসহ পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন েএমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্বশিাসিত প্রতিস্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরি হতে বরখাস্থ হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
  • এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন ইত্যাদি যদি থাকে এবং প্রার্থীগণের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য পরিচালক, জাতীয় বাতজ্ব ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র শেরে বাংলা নগর, ঢাকা েএর নোটিশ বোর্ডের মাধ্যমে অথবা ওয়েবসাইটে www.nccrfhd.org.gov.bd পাওয়া যাবে।

NCCRFHD Job Circular 2024 all Documents for oral examination

প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেন লিখিত, ব্যবহারিক পরীক্সা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেমলমাত্র মৌখিক পরিক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মূলকপি বাধ্যতামূলকবাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন/ প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নাম পদবী ও সীল দ্বারা সত্যায়িত হতে হবে।

ক) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র)

খ) গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি *অবশ্যই রিসেন্ট ছবি হতে হবে।

গ) প্রার্থী যে ইউনিয়ন/ পৌরসভা/ ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দ সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসবার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের সত্যায়িত কপি।

ঘ) শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র/ কন্যা বা পুত্র/ কন্যার পুত্র/ কন্যা হলে বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের ফটোকপি দাখিল করতে হবে।

ঙ) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি।

চ) ডাউনলোডকৃত অ্যাপলিকেশন কপি এন্ড এ্যাডমিট কার্ড এর রঙ্গিন প্রিণ্ট কপি ।

NCCRFHD Job Circular 2024 pdf download

জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তিটি আনুষ্ঠানিকভাবে প্রাকশিত হয়েছে আমরা আপনার সুবিধার জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করছি।

NCCRFHD Job Circular 2024 ‍Source

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসােইট

আবেদন লিংকঃ ক্লিক করুন

NCCRFHD Job Circular 2024 Application Time

অনলাইনে আবেদন শুরু হবে ১০ জুন ২০২৪ ইং তারিখ সকাল ১০ টা থেকে এবং শেষ ৩০ জুন ২০২৪ ইং তারিখ বিকাল ৫ টায়।

NCCRFHD Job Circular 2024 application fee

সকল পদের জন্য আবেদন ফি বাবদ সর্বোমোট ২২৩ টাকা দিতে হবে। এটি টেলিটক প্রিপেইট সিমের মাধ্যমে জমা দিতে হবে।

How to apply nccrfhd Job Circular NCCRFHD Job Circular 2024

How to apply NCCRFHD Job Circular 2024

কিভাবে নির্ভূলভাবে আবেদন করতে হবে তা জানতে আমাদের ইউটি উটব চ্যানেল ফলো করুন। এই নিয়োগের যেকোন পদের আমাদের কাছে আবেদন করিয়ে নিতে ক্লিক করুন

জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তির সমস্থ্য তথ্য দিয়ে আপনাকে সহযোগীতা করার চেষ্ঠা করেছি। আশা করছি আমাদের সকল তথ্য আপনাকে সহযোগীতা করবে এর পরেও কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। মনে রাখবেন, আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর আমরা গুরুত্বের সাথে দেওয়ার চেষ্ঠা করি। ধন্যবাদ। #bdjobs202.com

By vk2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *