বর্ডার গার্ড বাংলাদেশে ১০২তম ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (BGB Job Circular)। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনারা যারা বিজিবিতে চাকুরি খুজছেন তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চাকুরি পাওয়ার একটি সুবর্ণ সুযোগ হতে পরে। সুতরাং আপনি যদি BGB তে চাকুরি করতে আগ্রহী হয়েছে থাকেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করতে পারেন।
১। পদের নামঃ সিপাহী (জিডি) (BGB Job Circular)
পদের সংখ্যাঃ নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন।
বেতনঃ ৯০০০- ২১৮০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ এইচ এসসি পাশ।
জেলার কোটাঃ সকল জেলা।
শারীরিক যোগ্যতাঃ একজন বর্ডার গার্ড এর জন্য (BGB Job Circular)
উচ্চতাঃ পুরুষ প্রার্থীদের জন্য ৫ ফুট ৬ ইঞ্জি ও মহিলা ৫ ফুট ৩ ইঞ্জি এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য (- ২) বছর।
ওজনঃ পুরুষ প্রার্থীদের জন্য ৪৯ কেজি ও মহিলা প্রার্থীদের জন্য ৪৭ কেজি।
বুকের মাপঃ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় 32-34 ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের জন্য 28-30 ইঞ্চি হতে হবে।
দৃষ্ঠিশক্তিঃ স্বাভাবিক থাকতে হবে।
বৈবাহিক অবস্থাঃ প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং যারা তালাকপ্রাপ্ত থাকবেন তাঁদেরকে বিবাহিত বলে গণ্য করা হবে।
অনলাইনে কীভাবে আবেদন করতে হবে তা জানতে আমাদের দেওয়া ভিডিওটি সম্পুর্ণ দেখুন। (BGB Job Circular)
এ্যাডমিট কার্ড ডাউনলোডঃ
অ্যাডমিট কার্ডের জন্য অপেক্ষা করুন৷ পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য। আপনার দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
প্রয়োজনীয় কাগজপত্রঃ (BGB Job Circular)
এস সি এবং এইচ এস সি বা সমমান পরীক্ষায় পাসের মূল অথবা প্রভিশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে নিয়ে যেতে হবে।
সংশ্লিষ্ট স্কুল অথবা কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এইচ এস সি অথবা সমান এবং এস এস সি অথবা সমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্মতারিখ উল্লেখ থাকবে।
অভিভাবকের অনুমতি পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজক কর্তৃক সত্যায়িত হতে হবে।
ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশে স্থায়ী নাগরিকত্বের সনদ পত্র।
প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এর মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি
সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্ট কৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি। যা অবশ্যই এক কপি ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং 10 কপি। সত্যায়িত ব্যতীত।
ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য প্রদত্ত অবিবাহিত সনদ পত্র।
জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ সত্যায়িত ছায়ালিপি।
এর পরে অনলাইন থেকে ডাউনলোডকৃত এ্যাডমিট কার্ড।
এর পরে যারা যে কোনো আবেদন করবেন তাঁদের প্রমাণস্বরূপ সনদ নিতে হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ এর একশ দুই তম ব্যাচে সিপাই পদে সিপাই জি ডি পদের যে গতি ছিল সেটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে৷ আমরা আপনাদের সুবিধার জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি সংযুক্ত করছি।
সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শেষঃ ২৪ মার্চ ২০২৪ ইং তারিখ রাত ১২ টায়
আজকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখুন ২০২৪ ( Bgb Job Circular
Bgb Jobs Related Keyword
Bdg Jobs 2024
বর্ডার গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পিডিএফ
বিজিবি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বর্ডার গার্ড বাংলাদেশের একশ দুই তম ব্যাচে সিপাই জি ডি পদে নিয়োগ বিজ্ঞপ্তির সমস্ত তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আশা করছি আমাদের দেওয়া সকল তথ্য আপনাকে সহযোগিতা করবে। এরপরেও আপনার মনে কোনও প্রশ্ন থেকে থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। মনে রাখবেন আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর আমরা গুরুত্বের সাথে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। #bdjobs202.com