আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেলআবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান।

মামলাটির আপিল শুনানির অগ্রগতি বিষয়ে আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। রাষ্ট্রের সর্বোচ্চ আইনকর্মকর্তা জানান, এখন পর্যন্ত ১৯টি আপিল দায়ের হয়েছে। যদিও আপিলের পেপারবুক এখনো প্রস্তুত হয়নি। চাঞ্চল্যকর মামলা অগ্রাধিকারের ভিত্তিতে পেপারবুক হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।

আলোচিত এ মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আসামিদের সবাই বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মী।

By vk2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *