হাইকোর্টের ২৩ অতিরিক্ত বিচারক শপথ নিলেনহাইকোর্টের ২৩ অতিরিক্ত বিচারক শপথ নিলেন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৩ জন অতিরিক্ত বিচারক শপথ নিয়েছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন বিচারকদের শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন ও নতুন বিচারকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গতকাল মঙ্গলবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে নতুন অতিরিক্ত বিচারক নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এসব অতিরিক্ত বিচারকের মেয়াদ হবে শপথ নেওয়ার দিন থেকে দুই বছর। রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ নম্বর অনুচ্ছেদের ক্ষমতাবলে তাঁদের এই পদে নিয়োগ দিয়েছেন।

শপথ নেওয়া ২৩ অতিরিক্ত বিচারকেরা হলেন—

হাইকোর্টের ২৩ অতিরিক্ত বিচারক শপথ নিলেন

By vk2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *