Gournadipaurashava Job Circular 2024

গৌরনদী পৌরসভা কার্যালয় বরিশালে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (Gournadipaurashava Job Circular 2024)। এই বিজ্ঞপ্তিটি দৈনিক ইত্তেফাক পত্রিকায় ২৮ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ১ ক্যাটাগরীতে ১ জন ড্রাইভার নিয়োগ করা হবে। আপনি যদি সরকারি ড্রাইভিং চাকুরি করতে চান তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জন্য চাকুরি পাওয়ার একটি সুবর্ণ সুযোগ। সুতরাং ড্রাইভার পদে চাকুরি করতে ইচ্ছুক হলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন।

১। পদের নামঃ জীপ চালক

পদের সংখ্যাঃ ১টি

বেতনঃ ৯৩০০ টাকা

বয়সঃ ৩০ বছর

যোগ্যতাঃ ১০ম শ্রেণি পাশ হতে হবে। তবে ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে এছাড়াও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

শর্তাবলীঃ

ক) প্রার্থীর নাম (বাংল + ইংরেজী), পিতার- মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি উল্লেখ পূর্বক মেয়র, গৌরনদী পৌরসভা, বরিশাল বরারব আবেদন আগামী ১১ জানুয়ারী ২০২৪ ইং তারিখ বিকাল ৪ টার মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে অবশ্যই পৌছাতে হবে। বিলম্বে প্রাপ্ত ও ক্রটিপূর্ণ আবদেনপত্র সরাসরি বাতিলে বলে গণ্য হবে। স্মারক নং গৌঃ ২০২৩/২৭৩, তারিখ ১৫.১০.২০২৩ ইং এর মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে যাহারা ইতোমধ্যে আবেদনপত্র দাখিল করেছেন, তাহাদের পুনঃরায় আবেদন করার প্রয়োজন নেই।

খ) ১৬ অক্টোবর ২০২৩ ইং তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে।

গ) সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযয় কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

ঘ) আবেদনের সহিত মেয়র, গৌরনদী পৌরসভার অনুকূলে যে কোন তফসিল ব্যাংক হতে ২০০ টাকার বিডি/ পে অর্ডার এবং নিজ পদের নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে।

ঙ) ১ম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের (যদি থাকে) সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি, পৌর মেয়র/ ইউনিয়ন চেয়ারম্যার কর্তৃক নাগরিত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং গেজেটের অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র আবেদনের সহিত সংযুক্ত করতে হবে।

চ) যে কোন ধরনের তদবির/ সুপারিশ সংশ্লিষ্ট প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

ছ) পরীক্ষার তারিখ ও সময় পত্রের মাধ্যমে জানানো হবে।

গৌরনদী পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা আপনার সুবিধার জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করছি।

Gournadipaurashava Job Circular 2024

গৌরনদী পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তিটি সমস্থ্য তথ্য আপনার সাথে শেয়ার করার চেষ্ঠা করেছি আশা করছি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাকে সহযোগীতা করবে। এর পরেওি কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ। #bdjobs202.com

By vk2023

8 thoughts on “গৌরনদী পৌরসভার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ । Gournadipaurashava Job Circular 2024”
  1. Hey I know this is off topic but I was wondering
    if you knew of any widgets I could add to my blog that automatically
    tweet my newest twitter updates. I’ve been looking for a plug-in like this
    what does vpn stand for quite some time and was hoping maybe you would have some experience with something like this.
    Please let me know if you run into anything. I truly enjoy reading your
    blog and I look forward to your new updates.

  2. Good day! This post couldn’t be written any better! Reading this post
    reminds me of my previous room mate! He always kept talking about this.
    I will forward this write-up to him. Fairly certain he will have a good read.

    Many thanks for sharing!

    Feel free to surf to my web blog: facebook vs eharmony

  3. I think everything published made a bunch of sense. However,
    think on this, suppose you were to write a
    awesome post title? I ain’t suggesting your content is not solid., but what if you
    added a post title that makes people desire more? I mean গৌরনদী
    পৌরসভার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
    । Gournadipaurashava Job Circular nordvpn special coupon code 2024 – BD JOBS 202 is
    a little vanilla. You could look at Yahoo’s home page and note how they create
    post titles to get viewers to open the links. You might add a
    video or a related pic or two to get readers excited about what you’ve got to say.
    In my opinion, it could make your posts a little livelier.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *